অনলাইনে খাবার অর্ডার করেন? করোনা পরিস্থিতিতে কি করণীয় জেনে নিন

অনলাইন রেস্তোরাঁ থেকে খাবার কিনে খেতে পছন্দ করেন? কিন্তু এই করোনা ভাইরাসের কারণে খাবার অর্ডার করতে ভয় পাচ্ছেন? তাহলে...
techgup 16 Jun 2020 9:38 PM IST

অনলাইন রেস্তোরাঁ থেকে খাবার কিনে খেতে পছন্দ করেন? কিন্তু এই করোনা ভাইরাসের কারণে খাবার অর্ডার করতে ভয় পাচ্ছেন? তাহলে জনপ্রিয় অনলাইন খাবার সরবরাহকারী সংস্থা Zomato-র এই টিপসগুলি কাজে লাগান। আজ সংস্থার তরফে খাবারের হোম ডেলিভারি পাওয়ার পরে কি করণীয় সে সম্পর্কে কিছু টিপস জানানো হয়েছে। এই টিপসগুলি ভারতের "ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)" কর্তৃপক্ষের গাইডলাইনস অনুসরণ করে, এবং এই টিপসগুলিতে করোনা সংক্রমণ এড়াতে এবং পর্যাপ্ত পুষ্টির মাধ্যমে স্বাস্থ্য রক্ষা করার কথা বলা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই টিপসগুলি।

খাবার হাতে পাওয়ার পর কি করবেন :

১. খাদ্য প্যাকেট সংগ্রহ করা এবং সেটিকে কোনো বিচ্ছিন্ন জায়গায় আলাদা করে রেখে দেওয়া,
২. প্যাকেটটি খোলার পর, ডাস্টবিনের মধ্যে বাহ্যিক প্যাকেট ফেলে দেওয়া,
৩. সাবান এবং জল দিয়ে বা অ্যালকোহল বেসড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া,
৪. চামচ ব্যবহার করে খাবার পরিবেশন করা।
৫. খাবারের প্যাকেজ/কন্টেনার ফেলে দেওয়া।

এত গেল খাবার হাতে পাওয়ার পর কি করণীয় সে সম্পর্কে টিপস, কিন্তু FSSAI গতমাসে খাবার ডেলিভারির সময়ে কিছু নিয়ম মেনে চলতে বলছে। এই নিয়মগুলি করোনা সংক্রমণ এড়াতে যথেষ্ট সাহায্য করবে।

১. খাবারের প্যাকেটগুলি গ্রাহকের দরজার বাইরে রেখে গ্রাহককে কল করে জানানো। এটি সামাজিক দূরত্ব বজায় রাখতে সহায়তা করে।
২. অথবা আপনার এবং ডেলিভারি দিতে আসা ব্যক্তির মধ্যে ন্যূনতম ১ মিটার নিশ্চিত ব্যবধান রাখা।
৩. UPI, QR কোডস, নেট-ব্যাংকিং, ই-ওয়ালেট ইত্যাদির মতো পদ্ধতির সাহায্যে খাবারের দাম দেওয়া। বিশেষ ক্ষেত্রে কার্ড বা নগদ ব্যবহার করা, সেক্ষেত্রে পেমেন্টের পরে হাত ধোয়া বা স্যানিটাইজ করা উচিত।

Show Full Article
Next Story
Share it