ZTE Axon 40 আসছে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা ও ১৬ জিবি র্যাম সহ, ফাঁস হল ছবি
স্মার্টফোন নির্মাতা জেডটিই (ZTE) বর্তমানে তাদের আসন্ন Axon 40 সিরিজের ফ্ল্যাগশিপ ফোনগুলোর ওপর কাজ করছে। সাম্প্রতিক একটি...স্মার্টফোন নির্মাতা জেডটিই (ZTE) বর্তমানে তাদের আসন্ন Axon 40 সিরিজের ফ্ল্যাগশিপ ফোনগুলোর ওপর কাজ করছে। সাম্প্রতিক একটি রিপোর্টে বলা হয়েছে, সংস্থাটি আগামী ৯ মে হোম মার্কেট চীনে এই সিরিজটি উন্মোচন করতে পারে। চলতি মাসের শুরুতে জেডটিই আন্ডার-ডিসপ্লে ক্যামেরা সহ Axon 40 স্মার্টফোনটির টিজার প্রকাশ করেছিল। এখন আবার এক চীনা টিপস্টার আপকামিং ডিভাইসটির একটি ছবি শেয়ার করেছেন, যা ZTE Axon 40-এর আকর্ষণীয় ফ্রন্ট ডিজাইনটি প্রকাশ করেছে।
ফাঁস হল ZTE Axon 40-এর ডিজাইন
টিপস্টার বাল্ড ইজ পান্ডা (Bald is Panda) চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবো (Weibo)-তে একটি পোস্ট শেয়ার করে জেডটিই অ্যাক্সন ৪০ ৫জি-এর ছবিটি ফাঁস করেছেন। ছবিতে দেখা গেছে এই আপকামিং ফোনে অত্যন্ত কার্ভড এজ সহ একটি ডিসপ্লে থাকবে।ডিভাইসটির ওপরের দিকের বেজেলটি খুবই পাতলা। অ্যাক্সন ২০ ৫জি এবং অ্যাক্সন ৩০ ৫জি- এর মতো আন্ডার-ডিসপ্লে ক্যামেরা সহ বাজারে লঞ্চ হওয়া জেডটিই ফোনগুলিতে, সংস্থা বাকি স্ক্রিনের তুলনায় ক্যামেরার ওপরের ডিসপ্লে এরিয়ার পিক্সেল ঘনত্ব কমিয়েছে। ফাঁস হওয়া ছবিটি দেখায় যে জেডটিই অ্যাক্সন ৪০ ৫জি-এর আন্ডার-ডিসপ্লে ক্যামেরাটি প্রায় অদৃশ্য।
জেডটিই অ্যাক্সন ৪০ ৫জি- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (ZTE Axon 40 Expected Specifications)
জেডটিই অ্যাক্সন ৪০ ৫জি-এর আন্ডার-স্ক্রিন ক্যামেরার জন্য ওপরের ডিসপ্লে এলাকার পিক্সেল ঘনত্ব ফুল এইচডি রেজোলিউশনের সমতুল্য হবে। স্ক্রিনটিতে পিক্সেল-উইডথ মড্যুলেশন (PWM) ডিমিং সাপোর্ট করবে বলেও আশা করা হচ্ছে। অ্যাক্সন ৪০ ৫জি-এ ৬.৬৭ ইঞ্চির ওলেড (OLED) প্যানেল থাকবে, যা একটি ফুল এইচডি+ রেজোলিউশন অফার করবে। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মাইফেভার (MiFavor UI) ইউজার ইন্টারফেসে রান করতে পারে। ফোনটির সামনে একটি ৪৪ মেগাপিক্সেলের আন্ডার-ডিসপ্লে ক্যামেরা উপস্থিত থাকবে বলে মনে করা হচ্ছে। আর ফোনের ব্যাক প্যানেলে ৬৪ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেলের + ৫ মেগাপিক্সলের সেন্সর সহ ট্রিপল ক্যামেরা ইউনিট দেখতে পাওয়া যাবে।
এছাড়া, ZTE Axon 40 একটি ৩.২ গিগাহার্টজ ক্লক স্পিডের অক্টা-কোর প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং সর্বাধিক ১ টেরাবাইট স্টোরেজ সহ আসবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই আসন্ন ডিভাইসে একটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।