জিবি প্রতি কম দাম হবে 5G প্ল্যানের, ভোটের রেজাল্টের দিন বিস্ময়কর দাবি এই সংস্থার
Bharti Airtel এবং Reliance Jio বর্তমানে ভারতে 5G পরিষেবা প্রদান করছে। সংস্থাটি এখন 4G প্ল্যানের সাথে অতিরিক্ত খরচ ছাড়াই...Bharti Airtel এবং Reliance Jio বর্তমানে ভারতে 5G পরিষেবা প্রদান করছে। সংস্থাটি এখন 4G প্ল্যানের সাথে অতিরিক্ত খরচ ছাড়াই 5G পরিষেবা দিচ্ছে। তবে খুব শীঘ্রই ভারতীয় টেলিকম অপারেটর দুটি তাদের এই প্রচারমূলক অফারটি শেষ করবে বলে আশা করছে ইন্ডিয়া রেটিং এন্ড রিসার্চ (India Ratings and Research)। তাদের মতে, এরপরে 4G প্ল্যানের শুল্কবৃদ্ধি করা হতে পারে এবং 5G প্ল্যানের জন্য আলাদা ভাবে প্ল্যান আনা হতে পারে।
ইন্ডিয়া রেটিং এন্ড রিসার্চ (Ind-Ra) একটি রিপোর্টে জানিয়েছে, খুব শীঘ্রই প্রচারমূলক 5G অফার শেষ করতে পারে Airtel ও Jio। আর আগামী বছরের প্রথম দিকে 5G প্ল্যানের মূল্যও ঘোষনা করা হতে পারে। তবে, 4G এবং 5G প্ল্যানের দামের মধ্যে খুব বেশি তারতম্য থাকবে না বলেই আশা করছে তারা। কারণ, ব্যবহারিক ক্ষেত্রে বর্তমানে 5G যা পরিষেবা দিয়ে থাকে 4G প্লাসেও সেই একই পরিষেবা মেলে। তাই অত্যাধিক দাম বাড়লে গ্রাহকেরা 5G-এর প্রতি আগ্রহ হারাতে পারে।
আসলে, রেটিং ফার্ম বিশ্বাস করে যে, প্রতি জিবির ভিত্তিতে 5G ট্যারিফ 4G-এর তুলনায় আরো কম হতে পারে। তাদের দাবি এই মুহূর্তে ১ জিবি 4G ডেটার জন্য আপনাকে যদি খরচ করতে হয় ৫ টাকা, তাহলে 5G-এর ক্ষেত্রে আপনার খরচ হতে পারে ২ টাকা থেকে ৩ টাকা।
রেটিং ফার্ম (Ind-Ra) আশা করছে এর ফলে ভারতে 5G গ্রাহক ১৭ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ২০-২৫ শতাংশে পৌঁছাতে পারে। আর, যে হারে ভারতে 4G গ্রাহক বৃদ্ধি পেয়েছিল তার তুলনায় অন্তত ২ থেকে ৪ গুণ পর্যন্ত গতিতে 5G গ্রাহক বৃদ্ধি পেতে পারে।