6G Launch: ঝড়ের গতিতে ইন্টারনেট দেবে ৬জি! সবুজ সংকেত দিল এরিকসন, কবে চালু
৬জি পরিষেবা (6G Service) শুরু করার সম্ভাব্য দিনক্ষণ প্রকাশ করল সুইডিশ সংস্থা এরিকসন। ষষ্ঠ প্রজন্মের নেটওয়ার্ক পরিষেবার পাশাপাশি ৫জি পরিষেবাকে পরবর্তী স্তরে নিয়ে যেতে প্রস্তুতি শুরু করেছে সংস্থাটি।
ভারত তথা বিশ্বের একাধিক দেশে ইতিমধ্যে চালু হয়েছে ৫জি পরিষেবা। ইন্টারনেটে যে কাজ করতে একটা সময় ঘণ্টার পর ঘণ্টা লেগে যেত (যেমন সিনেমা, গান ডাউনলোড বা কিছু আপলোড করা) তা এখন ৫জির দৌলতে নিমেষে হয়ে যায়। এবার এই প্রযুক্তির পরবর্তী স্তর অর্থাৎ ৬জি পরিষেবার সম্ভাব্য দিনক্ষণ প্রকাশ করল সুইডিশ সংস্থা এরিকসন। টেলিকম শিল্পে ৬জি’র (6G) সূত্রপাত একটি উল্লেখযোগ্য মাইলফলক হতে পারে বল মত বিশেষজ্ঞদের।
৬জি প্রযুক্তি নিয়ে যা দাবি করল এরিকসন
সম্প্রতি এক রিপোর্টে এই সংস্থা জানিয়েছে, ৬জি পরিষেবা মানুষের ডেটা ব্যবহারের প্রবণতা আরও বাড়াতে পারে। ২০৩০ সালের মধ্যে আনুষ্ঠানিক ৬জি নিয়ে আসা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলি ইতিমধ্যে তা নিয়ে প্রস্তুতি শুরু করেছে।
প্রসঙ্গত, বর্তমানে, বিশ্বব্যাপি প্রায় ৩২০টি টেলিকম সংস্থা ৫জি পরিষেবা দিয়ে থাকে। কিন্তু বিশ্বের ২০ শতাংশ জন্যসংখ্যাই এই পরিষেবা পান। সংস্থার ভবিষ্যদ্বাণী, ২০৩০ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যার প্রায় ৬০ শতাংশের কাছে ৫জি পৌঁছে যাবে।
আসছে ৫জি অ্যাডভান্স
৫জি অ্যাডভান্স-এ আরও উন্নত নেটওয়ার্ক পরিকাঠামো থাকবে। বিশেষজ্ঞদের ভবিষ্যদ্বাণী, ২০৩০ সালের মধ্যে একবার ৫জি অ্যাডভান্সড সম্পূর্ণরূপে চালু হয়ে গেলে, ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস (কেবল ছাড়াই বাড়িগুলিকে ইন্টারনেটে সংযোগ করার একটি উপায়) এর মতো বিকল্পগুলির মাধ্যমে মোবাইল ডেটা ব্যবহার তিনগুণ বেড়ে যাবে।
কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং ভিডিয়ো বিষয়বস্তুর ক্রমবর্ধমান জনপ্রিয়তা সবার প্রথমে থাকবে। উদাহরণস্বরূপ, ভারতে বর্তমানে গড় মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রতি মাসে প্রায় ৩২ জিবি ডেটা ব্যবহার করেন এবং এই সংখ্যা ২০৩০ সালের মধ্যে প্রায় ৬৬ জিবিতে পৌঁছতে পারে।
ভারতে ৫জি পরিষেবা
দেশে বর্তমানে এয়ারটেল এবং জিও ৫জি পরিষেবা দেয়। ইতিমধ্যে দেশের প্রায় সমস্ত জেলাতেই ৫জি চালু করেছে দুই সংস্থা। দ্রুত মানুষদের ৪জি থেকে ৫জি স্থানান্তর করছে জিও এবং এয়ারটেল। এয়ারটেল যেখানে এখনও ৫জি’র জন্য ৪জি প্রযুক্তির উপর, সেখানে জিও ৫জি’র জন্য সম্পূর্ণ আলাদা নতুন পরিকাঠামো গড়ে তুলেছে।
৬জি পরিষেবা (6G Service) শুরু করার সম্ভাব্য দিনক্ষণ প্রকাশ করল সুইডিশ সংস্থা এরিকসন। ষষ্ঠ প্রজন্মের নেটওয়ার্ক পরিষেবার পাশাপাশি ৫জি পরিষেবাকে পরবর্তী স্তরে নিয়ে যেতে প্রস্তুতি শুরু করেছে সংস্থাটি।