বড় খবর: দেশের ছয়টি সার্কেলে 5G পরিষেবা চালু করতে চলেছে Adani Group
দেশের সর্বপ্রথম 5G স্পেক্ট্রাম নিলাম শেষ হয়েছে বেশ কিছুদিন হয়ে গেল। Reliance Jio, Airtel, Vi ছাড়াও, সেই নিলামে অংশ...দেশের সর্বপ্রথম 5G স্পেক্ট্রাম নিলাম শেষ হয়েছে বেশ কিছুদিন হয়ে গেল। Reliance Jio, Airtel, Vi ছাড়াও, সেই নিলামে অংশ নিয়ে সকলকে চমকে দেয় আদানি গ্রুপের সহযোগী সংস্থা আদানি ডেটা নেটওয়ার্কস লিমিটেড (Adani Data Networks Ltd.)। অনেকেই মনে করেছিলেন যে, নিলামপর্ব চলাকালীন স্পেক্ট্রাম অধিগ্রহণের ব্যাপারে বাকি টেলকোদের দিকে কড়া প্রতিদ্বন্দ্বিতা ছুঁড়ে দেবে, গৌতম আদানি অধিকৃত উক্ত নয়া সংস্থা। অথচ বাস্তবে কিন্তু সেরকমটা ঘটেনি। নিলামে অংশগ্রহণকালে আদানি গোষ্ঠীর তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় যে, আপাতত তারা কেবল বিজনেস টু বিজনেস (B2B) ক্ষেত্রে পরিষেবা সরবরাহ শুরু করবেন। ফলত এখনই তারা ইউজার ভিত্তিক মোবাইল পরিষেবা চালুর ব্যাপারে অনিচ্ছুক বলেও Adani Data Networks -এর তরফ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়।
শীঘ্রই দেশের ৬টি সার্কেলে উন্নত প্রজন্মের 5G পরিষেবার সূচনা করতে তৈরি Adani Group
এদিকে সদ্য প্রকাশ্যে আসা ET Telecom -এর একটি রিপোর্টে উল্লেখ, প্রাথমিকভাবে আদানি ডেটা নেটওয়ার্ক দেশের মোট ৬টি লাইসেন্সড সার্ভিস এরিয়ায় (LSA) এযাবৎ সবচেয়ে উন্নত প্রজন্মের 5G পরিষেবা চালু করতে পারে। এজন্য ইতিমধ্যেই উল্লিখিত সংস্থার পক্ষ থেকে দেশব্যাপী ৬টি সার্কেলে ইউনিভার্সাল লাইসেন্স চেয়ে আবেদন করা হয়েছে। এহেন সীমাবদ্ধ পরিসরে পরিষেবা পৌঁছে দিতেই আদানি ডেটা নেটওয়ার্ক 5G স্পেক্ট্রাম নিলামে, নির্বাচিত কিছু ব্যান্ডভুক্ত স্পেক্ট্রাম কেনায় মনোযোগী হয়েছে।
উল্লেখ্য, এই মুহূর্তে সীমাবদ্ধভাবে মাত্র ৬টি সার্কেলে পরিষেবা সরবরাহের তোড়জোড় করলেও, সেজন্য আদানি গোষ্ঠীকে আগে রেগুলেটরি শর্তসমূহ পূরণ করতে হবে, যা এখনো বাকি রয়েছে। এক্ষেত্রে মনে করিয়ে দিই যে, 5G স্পেক্ট্রাম নিলামে অংশগ্রহণের পর্বে আদানি গ্রুপের হাতে পরিষেবা পৌঁছে দেওয়ার উপযোগী কোনও লাইসেন্স মজুত ছিল না।
জানিয়ে রাখি, 5G স্পেক্ট্রাম নিলাম থেকে নবাগত আদানি ডেটা নেটওয়ার্কস, ২১২ কোটি টাকা খরচ করে ২৬ গিগাহার্টজ (GHz) ব্যান্ডের, ৪০০ মেগাহার্টজ স্পেক্ট্রাম ক্রয় করেছে। তাছাড়া সংস্থাটি মিড-ব্যান্ড স্পেক্ট্রামের জন্য, কোন অর্থই খরচ করেনি। জিও, এয়ারটেল এবং ভিআইয়ের/Vi মতো কনজিউমার ভিত্তিক পরিষেবা সরবরাহে অনীহা থাকাতেই তারা আপাতত এ পথে হাঁটেনি বলেই আমাদের বিশ্বাস।