Airtel 5G Plus: দুর্দান্ত অফার এয়ারটেলের, নিখরচায় আনলিমিটেড ডেটা সহ ৫জি পরিষেবা
আপনি কি দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি Airtel-এর গ্রাহক? তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে এক...আপনি কি দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি Airtel-এর গ্রাহক? তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে এক দারুণ সুখবর। কারণ সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে যে, এবার থেকে Airtel ব্যবহারকারীরা তাদের 5G স্মার্টফোনে সম্পূর্ণ বিনামূল্যে সংস্থার পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক সার্ভিস ব্যবহারের মজা উপভোগ করতে সক্ষম হবেন। উল্লেখ্য যে, Airtel গত ১ অক্টোবর থেকে ভারতে তাদের 5G মোবাইল নেটওয়ার্ক রোলআউট করা শুরু করেছে। এবং গতকাল কোম্পানিটির তরফে জানা গিয়েছে যে, দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, শিলিগুড়ি, নাগপুর এবং বারাণসীর বাসিন্দারা এবার থেকে এয়ারটেল ৫জি প্লাস (Airtel 5G Plus) পরিষেবার সুবিধা পেতে সক্ষম হবেন। সংস্থাটি আরও জানিয়েছে যে, সারা দেশে কোম্পানির এই পরিষেবাটি উপলব্ধ না হওয়া পর্যন্ত তারা জোরকদমে কাজ করা চালিয়ে যাবে।
২০২৪ সালের মধ্যে দেশের প্রতিটি কোণায় পৌঁছে যাবে Airtel 5G নেটওয়ার্ক
আপনাদেরকে জানিয়ে রাখি, এয়ারটেল ৫জি প্লাস পরিষেবার সুবিধা পেতে হলে ব্যবহারকারীদের আলাদা করে নতুন কোনো সিম নেওয়ার প্রয়োজন নেই, এর জন্য গ্রাহকদের কাছে কেবলমাত্র একটি ৫জি স্মার্টফোন থাকলেই চলবে। এয়ারটেলের সিইও গোপাল ভিত্তল জানিয়েছেন, চলতি বছরের শেষের দিকে এই ৫জি প্লাস সার্ভিস সমস্ত মেট্রো শহরে উপলব্ধ হবে, এবং ২০২৩ সালের মধ্যেই দেশের সব শহরের মানুষই এই দুরন্ত গতির নেট পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন। রিপোর্ট অনুযায়ী, এয়ারটেল ২০২৪ সালের মার্চের মধ্যে সারা দেশের প্রতিটি কোণায় তাদের ৫জি নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে বলে জানা গেছে।
4G নেটওয়ার্কের চেয়ে ২০ থেকে ৩০ গুণ দ্রুত গতিসম্পন্ন হবে Airtel 5G
এয়ারটেল ৫জি প্লাস পরিষেবার সুবিধা সম্পর্কে সংস্থার তরফে জানানো হয়েছে, পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক কোম্পানির বর্তমান ৪জি নেটওয়ার্কের থেকে ২০ থেকে ৩০ গুণ বেশি স্পিড দেবে। এয়ারটেলের কথায়, এই 'রকেটের' গতির নেট পরিষেবার সাহায্যে ইউজাররা বাফারিং ছাড়াই কয়েক সেকেন্ডের মধ্যে একটি গোটা এইচডি মুভি ডাউনলোড করে ফেলতে পারবেন। এছাড়া, ভিডিও এবং ফটো আপলোড করার মতো কাজগুলিও চুটকিতেই সেরে ফেলতে পারবেন ব্যবহারকারীরা। তদুপরি, ৫জি নেটওয়ার্কের সাহায্যে ইউজাররা অতি অনায়াসে এবং সাবলীলভাবে তাদের নিত্য প্রয়োজনীয় স্মার্ট ইলেকট্রনিক ডিভাইসগুলিকে ব্যবহার করতে সক্ষম হবেন।
Airtel 5G Plus সার্ভিসের ট্যারিফ প্ল্যান কীরকম হবে?
প্রসঙ্গত বলে রাখি, Airtel আপাতত কোনো 5G প্ল্যান লঞ্চের কথা ঘোষণা করেনি। তবে গ্রাহকদেরকে উদ্দেশ্য করে সংস্থার তরফে নিশ্চিতভাবে জানানো হয়েছে যে, আনুষ্ঠানিকভাবে 5G প্ল্যান লঞ্চ না হওয়া পর্যন্ত এবং সেইসাথে সারা দেশে কোম্পানির 5G পরিষেবা উপলব্ধ না হওয়া অবধি ব্যবহারকারীরা সম্পূর্ণ নিখরচায় তাদের বিদ্যমান ডেটা প্ল্যান মারফতই Airtel 5G Plus পরিষেবার সুবিধা উপভোগ করতে পারবেন। আর আগেই বলেছি যে, এর জন্য ব্যবহারকারীদের নিজস্ব 4G সিম কার্ডকে আপগ্রেড করারও প্রয়োজন পড়বে না।