পরিষেবায় সন্তুষ্ট গ্রাহকরা, আয় বেড়েই চলেছে Airtel এর

ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর ভারতী এয়ারটেল (Bharti Airtel) ২০২৩ অর্থবর্ষ (২০২২-২৩)-এর দ্বিতীয় ত্রৈমাসিকের...
Ananya Sarkar 2 Nov 2022 8:26 AM IST

ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর ভারতী এয়ারটেল (Bharti Airtel) ২০২৩ অর্থবর্ষ (২০২২-২৩)-এর দ্বিতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে যে, এই ত্রৈমাসিকে প্রত্যেক ব্যবহারকারী প্রতি গড় আয় বা অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার (ARPU) পৌঁছেছে ১৯০ টাকায়। আবার এয়ারটেলের দ্বিতীয় ত্রৈমাসিকে আয় ছিল ৩৪,৫২৭ কোটি টাকা, যা আগের বছরের একই ত্রৈমাসিকের তুলনায় ২১.৯% (YoY) বেশি। এছাড়া সংস্থার 4G গ্রাহক সংখ্যা আগের তুলনায় অনেক বেড়েছে। পাশাপাশি ভারতী এয়ারটেলের বিজনেস-টু-বিজনেস (B2B) শাখা ১৬.৮% বৃদ্ধি পেয়েছে, যা ডেটা এবং কানেক্টিভিটি-সম্পর্কিত সলিউশনগুলির জন্য বিপুল চাহিদার কারণে সম্ভব হয়েছে। অনেক গ্রাহক সংযোজনের জন্য এয়ারটেলের হোমস বিজনেস ৩৮.৯% ইয়ার-অন-ইয়ার (YoY) বৃদ্ধি পেয়েছে।

২০২৩ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে Airtel-এর মূল মেট্রিক্স-

এয়ারটেল জানিয়েছেন যে, ২০২৩ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে তাদের ৪জি ডেটা গ্রাহকের সংখ্যা গত বছরের তুলনায় ১৭.৮ মিলিয়ন এবং গত ত্রৈমাসিকের তুলনায় ৫ মিলিয়ন বেড়েছে। এয়ারটেলের ৬৪% গ্রাহক এখন ৪জি সিম ব্যবহার করে। আগেই উল্লেখ করা হয়েছে, প্রতি ব্যবহারকারী প্রতি গড় আয় বা অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার (ARPU) ১৯০ টাকা হয়েছে, যা স্বল্প সময়েই টেলকোটির ২০০ টাকার লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছে। মোবাইল ডেটা খরচ গত বছরের তুলনায় ১৯.৬% বেড়েছে, যেখানে গ্রাহক প্রতি ডেটা খরচ প্রতি মাসে ২০.৩ জিবি হয়েছে।

এছাড়াও এয়ারটেল বলেছে যে, ২০২৩ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে মোট ৪,১৭,০০০ জন গ্রাহক সংযোজনের ফলে তাদের হোমস বিজনেস ৫ মিলিয়ন বা ৫০ লক্ষ গ্রাহকের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। এয়ারটেল ডিজিট্যাল টিভির গ্রাহক সংখ্যা এই ত্রৈমাসিকে ১৫.৮ মিলিয়ন বা ১ কোটি ৫৮ লক্ষে দাঁড়িয়েছে। এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক গ্রাহকদের মাধ্যমে মাসিক লেনদেনকারী ৬০% ইয়ার-অন-ইয়ার বৃদ্ধি পেয়েছে।

এই বিষয়ে ভারতী এয়ারটেলের ভারত ও দক্ষিণ এশিয়া শাখার এমডি (MD) এবং সিইও (CEO), গোপাল ভিট্টল বলেছেন যে, তাদের সংস্থা প্রতিযোগিতামূলক রাজস্ব বৃদ্ধি এবং উন্নত মার্জিনের সাথে আরও একটি ত্রৈমাসিক অতিক্রম করেছে। তাদের একত্রিত রাজস্ব ধারাবাহিকভাবে ৫.৩% বৃদ্ধি পেয়েছে এবং ইবিআইটিডিএ (EBITDA) মার্জিন ৫১.৩%-এ সম্প্রসারিত হয়েছে।

Show Full Article
Next Story