মাত্র 699 টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট, টিভি, ফোন কল সব হবে, Airtel এর এই প্ল্যান রিচার্জ করবেন নাকি
Airtel এর 699 টাকার ব্ল্যাক প্ল্যানে ওয়াইফাই, ডিটিএইচ, ওটিটি এবং একটি ল্যান্ডলাইন কানেকশন পাওয়া যাবে। এই প্ল্যান রিচার্জ করলে Zee5 এর বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
Airtel Best Broadband Plan: বর্তমানে সবকিছুই ইন্টারনেট নির্ভর। সবাই সেকারণে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট খোঁজে। কিন্তু এখন ব্রডব্যান্ড কানেকশনের সাথে ইন্টারনেট ছাড়াও টিভি চ্যানেল, ওটিটি এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাওয়া যাবে। ভাবছেন কোন ব্রডব্যান্ড কানেকশনে এত সুবিধা পাওয়া যাবে? তাহলে বলি, এয়ারটেল তাদের ব্ল্যাক প্ল্যানের সাথে এতসব সুবিধা দিচ্ছে, তাও 700 টাকারও কমে।
আজ্ঞে হ্যাঁ! Airtel এর 699 টাকার ব্ল্যাক প্ল্যানে ওয়াইফাই, ডিটিএইচ, ওটিটি এবং একটি ল্যান্ডলাইন কানেকশন পাওয়া যাবে। এই প্ল্যান রিচার্জ করলে Zee5 এর বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এছাড়া এই প্ল্যানের বিশেষত্ব হল, এখানে সমস্ত পরিষেবার জন্য একটি মাত্র বিল পরিশোধ করতে হবে।
Airtel এর 699 টাকার প্ল্যানে কী কী সুবিধা রয়েছে?
এয়ারটেলের এই প্ল্যানের ভ্যালিডিটি 30 দিন। এয়ারটেল ব্ল্যাক প্ল্যানে 40Mbps ইন্টারনেট স্পিড পাওয়া যাবে। এছাড়াও এখানে আনলিমিটেড কলিং সহ ল্যান্ডলাইন কানেকশন দেওয়া হবে। সাথে 350 এর বেশি ডিটিএইচ চ্যানেল দেখা যাবে। এই প্ল্যানে ডিজনি + হটস্টার, এয়ারটেল এক্সস্ট্রিম অ্যাপ সহ 12 টি OTT অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের সুবিধা
এয়ারটেল ওয়াই-ফাই গ্রাহকরা এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ গিয়ে বিনামূল্যে বিভিন্ন অফার পেতে পারেন। এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ প্ল্যাটফর্মটি ডিজনি + হটস্টার, জি 5, সোনিলিভ, ইরোসনাও, সানএনএক্সটি সহ মোট 23 টি ওটিটি সাবস্ক্রিপশন অফার করে।
এয়ারটেলের ওয়াই-ফাই প্ল্যানের সাথে Zee5 সাবস্ক্রিপশন
এবার থেকে 699 টাকা বা এর উপরের ওয়াই-ফাই প্ল্যানের সাথে এয়ারটেল বিনামূল্যে Zee5-এর সাবস্ক্রিপশন অফার করবে। ফলে 699 টাকা (40 এমবিপিএস স্পিড পর্যন্ত), 899 টাকা (100 এমবিপিএস স্পিড পর্যন্ত), 1099 টাকা (200 এমবিপিএস স্পিড পর্যন্ত), 1599 টাকা (300 এমবিপিএস স্পিড পর্যন্ত) এবং 3999 টাকার প্ল্যানের সাথে এই সুবিধা পাওয়া যাবে।
Airtel এর 699 টাকার ব্ল্যাক প্ল্যানে ওয়াইফাই, ডিটিএইচ, ওটিটি এবং একটি ল্যান্ডলাইন কানেকশন পাওয়া যাবে। এই প্ল্যান রিচার্জ করলে Zee5 এর বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যাবে।