Airtel গ্রাহকরা সিম সচল রাখতে রিচার্জ করুন ২৮ দিনের সবচেয়ে সস্তা এই প্ল্যান

আমরা সবাই সস্তা রিচার্জ প্ল্যান খোঁজ করে থাকি। কিন্তু জুলাই মাসে Airtel সহ টেলিকম সংস্থাগুলি তাদের ট্যারিফ বাড়ানোয় এখন...
PUJA 18 Sept 2024 1:16 PM IST

আমরা সবাই সস্তা রিচার্জ প্ল্যান খোঁজ করে থাকি। কিন্তু জুলাই মাসে Airtel সহ টেলিকম সংস্থাগুলি তাদের ট্যারিফ বাড়ানোয় এখন প্ল্যানগুলি যথেষ্ট ব্যয়বহুল। তবে এখন কিছু রিচার্জ প্ল্যান আছে যেগুলি সস্তায় পাওয়া যায়। আসুন এয়ারটেলের ২০০ টাকার কমের একটি রিচার্জ প্ল্যান সম্পর্কে জেনে নিই, যেখানে ২৮ দিনের ভ্যালিডিটি অফার করা হয়।

তবে প্রথমেই বলি, এয়ারটেলের এই রিচার্জ প্ল্যান তাদের জন্য আদর্শ যাদের বেশি ডেটা প্রয়োজন হয় না বা প্রতিদিন ডেটা দরকার হয় না। তবে এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এবং এসএমএসের সুবিধা পাওয়া যাবে। ফলে কেউ যদি মোবাইল ডেটার ওপর নির্ভরশীল না হয় এবং ওয়াইফাই বা হটস্পটের সাহায্যে ইন্টারনেট ব্যবহার করেন, তাহলে এই প্ল্যানটি বেছে নেওয়া যেতে পারে।

Airtel এর ২০০ টাকার কমের রিচার্জ প্ল্যান

এয়ারটেলের ২০০ টাকার কমের রিচার্জ প্ল্যানের মধ্যে অন্যতম ১৯৯ টাকার প্ল্যান এবং এখানে ২৮ দিনের বৈধতা পাওয়া যায়। আবার এই মাসিক প্ল্যানে মোট ২ জিবি ডেটা অফার করা হয়। সাথে রোজ ১০০টি এসএমএস পাঠানোর সুবিধা রয়েছে। এছাড়া পাওয়া যায় সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা।

আরও পড়ুন : 10.25 ইঞ্চি টাচস্ক্রিন সহ একঝাঁক প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল Tata Punch-এর নতুন সংস্করণ

এদিকে, এয়ারটেলের এই রিচার্জ প্ল্যানের সাথে বিনামূল্যে হ্যালোটিউনস দেওয়া হয়। এছাড়াও এয়ারটেল এক্সস্ট্রিম অ্যাপের মাধ্যমে গ্রাহকরা টিভি শো, সিনেমা এবং লাইভ চ্যানেল দেখতে পাবেন।

আরও পড়ুন : অ্যান্ড্রয়েড ফোনে প্রথমবার, Oppo Find X8 ও Xiaomi 15 আসছে ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির সাথে

যেসব Airtel গ্রাহক সিম সচল রাখার জন্য কোনো রিচার্জ প্ল্যান খোঁজ করে থাকেন, তারা ১৯৯ টাকার প্ল্যান রিচার্জ করতে পারেন। কারণ এটাই সংস্থার সবচেয়ে কম দামের ২৮ দিনের প্রিপেড প্ল্যান।

Show Full Article
Next Story