Airtel গ্রাহকদের পছন্দের রিচার্জ প্ল্যান, সবচেয়ে সস্তায় পাবেন আনলিমিটেড 5G ডেটা

Airtel গত মাসে অর্থাৎ জুলাইয়ের শুরুতে তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়ায়। এমন পরিস্থিতিতে অনেক গ্রাহক বিরক্ত হয়ে কম...
techgup 21 Aug 2024 8:34 PM IST

Airtel গত মাসে অর্থাৎ জুলাইয়ের শুরুতে তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়ায়। এমন পরিস্থিতিতে অনেক গ্রাহক বিরক্ত হয়ে কম দামে সঠিক রিচার্জ প্ল্যান খোঁজ করছেন। তাই আজ আমরা Airtel এর সবচেয়ে সস্তা প্ল্যান নিয়ে চলে এসেছি, যা আনলিমিটেড 5G ডেটা দেবে। আসুন এই প্ল্যানের দাম সহ বেনিফিট জেনে নেওয়া যাক।

এর আগে, এয়ারটেল 239 টাকা বা তার বেশি দামের সমস্ত প্রিপেড প্ল্যানের সাথে আনলিমিটেড 5G ডেটার সুবিধা দিত, তবে জুলাই মাস থেকে আর এই সুবিধা পাওয়া যায় না। এখন আনলিমিটেড 5G ডেটা শুধুমাত্র সেই প্ল্যানগুলির সাথেই পাওয়া যায়, যা 4G গ্রাহকদের কমপক্ষে 2GB দৈনিক ডেটা অফার করছে। আর এই ধরনের প্ল‌্যানের দাম শুরু হচ্ছে 379 টাকা থেকে।

Airtel এর সবচেয়ে সস্তা আনলিমিটেড 5G ডেটা প্ল্যান

যেসব এয়ারটেল গ্রাহকরা আনলিমিটেড 5জি ডেটা পেতে চান, তাদের 379 টাকার প্ল্যান রিচার্জ করা উচিত। এই প্ল্যানের রিচার্জ করলে সবচেয়ে কম খরচে আনলিমিটেড 5জি ডেটা পাওয়া যায়। ফলে কোনও দৈনিক ডেটা লিমিটের টেনশন নেই। এই প্ল্যানের ভ্যালিডিটি ১ মাস অর্থাৎ ৩০ দিন।

379 টাকার প্রিপেড প্ল্যান রিচার্জ করলে, এয়ারটেল গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং এক প্রতিদিন 100টি এসএমএস পাঠানোর সুবিধা পান। আবার এখানে ফোরজি গ্রাহকরা প্রতিদিন 2 জিবি ডেটা পাবেন। শুধু তাই নয়, এয়ারটেল এক্সস্ট্রিম প্লে সাবস্ক্রিপশনের মাধ্যমে বিনামূল্যে কনটেন্ট দেখা যাবে।

Show Full Article
Next Story