Airtel DTH: মাত্র ৭৫০ টাকায় সেকেন্ডারি কানেকশন, ধামাকা অফার নিয়ে হাজির এয়ারটেল ডিজিটাল টিভি

টেলিকম পরিষেবা সরবরাহ ছাড়াও দেশের দ্বিতীয় বৃহত্তম টেলকো, ভারতী এয়ারটেল (Bharati Airtel) ডিরেক্ট-টু-হোম বা DTH পরিষেবা...
SUPARNAMAN 19 Aug 2022 5:00 PM IST

টেলিকম পরিষেবা সরবরাহ ছাড়াও দেশের দ্বিতীয় বৃহত্তম টেলকো, ভারতী এয়ারটেল (Bharati Airtel) ডিরেক্ট-টু-হোম বা DTH পরিষেবা সরবরাহের ক্ষেত্রেও খুবই সমীহ আদায়কারী নাম। এই মুহূর্তে সারা ভারতে Airtel -এর ডিটিএইচ শাখা Airtel Digital TV ব্যবহারকারীর সংখ্যা নেহাতই কম নয়। লক্ষ লক্ষ গ্রাহক বর্তমানে Airtel -এর আলোচ্য পরিষেবার অধীনে রয়েছেন। আর তাদের জন্যেই সংস্থাটি আনল একটি চমৎকার অফার। আজ্ঞে হ্যাঁ! এয়ারটেলের ডিটিএইচ পরিষেবা ব্যবহারে আগ্রহী যদি প্রাইমারি বা প্রাথমিক কানেকশনের পাশাপাশি অতিরিক্ত হিসেবে ফের একটি কানেকশন (সেকেন্ডারি/গৌণ) গ্রহণ করতে চান, তবে তাদের সামনে খুবই আকর্ষণীয় এক অফার রয়েছে!

এই মুহূর্তে প্রাইমারি কানেকশন গ্রহীতাদের এয়ারটেল একেবারেই ন্যূনতম মূল্যে ডিজিটাল টিভির সেকেন্ডারি বা গৌণ কানেকশন সংগ্রহের সুযোগ প্রদান করছে। সবথেকে বড় কথা হল, এজন্য আগ্রহীদের বাড়িতে অতিরিক্ত ডিশ বসানোর প্রয়োজন নেই। চলুন, Airtel -এর এই ধামাকাদার অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Airtel -এর ধামাকা অফার - এবার Digital TV (DTH) -র সেকেন্ডারি কানেকশন লাভ করুন সর্বাপেক্ষা কম খরচে

বর্তমানে এয়ারটেল ডিজিটাল টিভির সেকেন্ডারি কানেকশন গ্রহণে আগ্রহীরা মাত্র ১,০০০ টাকারও কম মূল্যে এটি লাভ করতে পারেন। সেক্ষেত্রে আগ্রহীদের স্রেফ ৭৫০ টাকা খরচ করতে হবে! অবশ্য নতুন কানেকশন গ্রহীতারা Airtel -এর আলোচ্য ধামাকা অফারের ফায়দা ওঠাতে পারবেন না। এজন্য আগ্রহীদের অবশ্যই এয়ারটেল ডিজিটাল টিভি'র প্রাইমারি কানেকশন ইউজার হতে হবে। একমাত্র তাহলেই তিনি ৭৫০ টাকার পরিবর্তে আলোচ্য পরিষেবার দ্বিতীয় কানেকশন সংগ্রহ করতে পারবেন।

অবগতির জন্য জানিয়ে রাখি, Airtel -এর ওয়েবসাইট, কাস্টমার কেয়ার সাপোর্ট বা যে কোনো রিটেইল স্টোর মারফত গ্রাহকেরা ডিজিটাল টিভির দ্বিতীয় কানেকশন সংগ্রহ করতে পারবেন। এছাড়া সংস্থার XStream বক্স সংগ্রহের মাধ্যমে গ্রাহকেরা চিত্তাকর্ষক ওটিটি (OTT) কনটেন্টের মজা উপভোগের সুযোগ পাবেন।

Show Full Article
Next Story