Airtel এর এক প্ল্যানে চলবে ফ্যামিলির চারটি সিম, Jio-র থেকে 150 টাকা সস্তা

এয়ারটেলের 1399 টাকার পোস্টপেড প্ল্যানটি 1 টি রেগুলার সিম এবং 3 টি অ্যাড-অন সিম অফার করে। ইন্টারনেট ব্যবহারের জন্য রেগুলার সিমে 150 জিবি ডেটা এবং অ্যাড সিমে 30 জিবি করে ডেটা দেওয়া হয়।

Puja Mondal 18 Dec 2024 11:04 AM IST

মোবাইল রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে জিও এবং এয়ারটেলের মধ্যে সবসময় কঠিন প্রতিযোগিতা চলে। উভয় সংস্থাই গ্রাহকদের দুর্দান্ত সুবিধা সহ প্রিপেড প্ল্যান অফার করে। সেক্ষেত্রে আপনি যদি দুই সংস্থার ওটিটি, ডেটা এবং কলিং সহ সেরা পোস্টপেড প্ল্যান খোঁজ করে থাকেন তাহলে এয়ারটেলের 1399 টাকার প্ল্যানটি আপনার জন্য লাভজনক প্রমাণিত হতে পারে। নেটফ্লিক্স সাবস্ক্রিপশন সহ আসা এই প্ল্যানটি জিওর 1549 টাকার প্ল্যানকে টক্কর দেবে। জিওর এই প্ল্যানেও নেটফ্লিক্সের সুবিধাও রয়েছে।

Airtel এর প্ল্যানে রয়েছে 1 টি রেগুলার সিমের সাথে 3 টি অ্যাড-অন সিম (মোট 4 টি) ব্যবহারের সুবিধা। Jio এই সুবিধা না দিলেও কিছু কিছু ক্ষেত্রে এয়ারটেলের থেকে এগিয়ে। তবে দামের দিক থেকে বিচার করলে জিওর থেকে 150 টাকা সস্তা এয়ারটেল প্ল্যান। চলুন এয়ারটেল এবং জিওর এই প্ল্যান দুটি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

এয়ারটেলের 1399 টাকার ইনফিনিটি ফ্যামিলি প্ল্যান

এয়ারটেলের এই পোস্টপেড প্ল্যানটি 1 টি রেগুলার সিম এবং 3 টি অ্যাড-অন সিম অফার করে। ইন্টারনেট ব্যবহারের জন্য রেগুলার সিমে 150 জিবি ডেটা এবং অ্যাড সিমে 30 জিবি করে ডেটা দেওয়া হয়। অর্থাৎ গ্রাহকরা এখানে মোট 240 জিবি ডেটা পাবেন। এয়ারটেলের ইনফিনিটি ফ্যামিলি প্ল্যানে আনলিমিটেড কলিং এবং 100 টি ফ্রি এসএমএস পাওয়া যায়।

অতিরিক্ত সুবিধার কথা বললে, আপনি এখানে 6 মাসের জন্য অ্যামাজন প্রাইমের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন। এছাড়াও এয়ারটেল এক্সস্ট্রিম প্লে প্রিমিয়ামের বিনামূল্যে অ্যাক্সেস পাওয়া যাবে। এর পাশাপাশি এই প্ল্যানের সাথে নেটফ্লিক্স বেসিকও অফার করছে সংস্থা।

জিও-র 1549 টাকার প্ল্যান

এটা জিও-র পার্সোনাল প্ল্যান। এতে অ্যাড-অন সিমের সুবিধা পাওয়া যাবে না। এখানে জিও ইন্টারনেট ব্যবহারের জন্য মোট 300 জিবি ডেটা দিচ্ছে। এই প্ল্যানে 500GB পর্যন্ত ডেটা রোলওভার সুবিধা পাওয়া যাবে। এটি যোগ্য গ্রাহকদের আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করতে দেবে। এই পোস্টপেড প্ল্যানে প্রতিদিন 100 টি ফ্রি এসএমএস এবং সারা দেশের সমস্ত নেটওয়ার্কে সীমাহীন কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানে আপনি নেটফ্লিক্স (মোবাইল), অ্যামাজন প্রাইম লাইট, জিও টিভি এবং জিও সিনেমার বিনামূল্যে অ্যাক্সেস পাবেন। তবে এখানে যে অ্যামাজন প্রাইম লাইট সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে তা 2 বছরের জন্য বৈধ।

Show Full Article
Next Story