ইন্টারনেট চলবে রকেটের গতিতে, 5G টেস্টে সেকেন্ড প্রতি 4.7 জিবি স্পিড পেল Airtel

Bharti Airtel ঘোষণা করেছে যে, Ericsson-এর সাথে অংশীদারিত্ব করে তারা 5G পরীক্ষায় ৪.৭ জিবিপিএস পর্যন্ত গতি অর্জন করেছে।...
techgup 23 Feb 2024 7:07 PM IST

Bharti Airtel ঘোষণা করেছে যে, Ericsson-এর সাথে অংশীদারিত্ব করে তারা 5G পরীক্ষায় ৪.৭ জিবিপিএস পর্যন্ত গতি অর্জন করেছে। Airtel আরো বলেছে যে, এই সাফল্য মিলিমিটার ওয়েভ (mmWave)-এর উপর ভিত্তি করে 5G ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস (FWA) কার্যকারিতা প্রদর্শন করে এবং হাই নেটওয়ার্ক ক্যাপাসিটির প্রয়োজনীয়তা পূরণ করবে।

5G FWA-এর জন্য মিলিমিটার ওয়েভ

ঘনবসতিপূর্ণ শহুরে এলাকায় যেখানে প্রচুর পরিমাণে মোবাইল ডিভাইস, বাড়ি এবং ব্যবসায়িক এলাকায় ইন্টারনেট ব্যবহার করা হয়, সেখানে মিলিমিটার ওয়েভ (mmWave) বা ৫জি হাই-ব্যান্ড স্পেকট্রাম ব্যবহার করা যেতে পারে।

টেলিকম টকের স্পেকট্রাম হোল্ডিং লিজেন্ড অনুসারে , Airtel এর প্রতিটি টেলিকম সার্কেলে ২৬ গিগাহার্টজ এমএমওয়েভ ব্যান্ডে ৮০০ মেগাহার্টজ স্পেকট্রাম রয়েছে। ফলে গ্রাহকরা যথেষ্ট ভালো ইন্টারনেট স্পিড পাবে।

এরিকসন এই বিষয়ে বলেছে যে, তাদের এমএমওয়েভ পোর্টফোলিও এয়ারটেলকে এফডব্লিউএ প্রযুক্তি ব্যবহার করে শহুরে বাসিন্দাদের নির্বিঘ্নে হাই ক্যাপাসিটির কানেকশন প্রদান করার সুযোগ দেবে।

Show Full Article
Next Story