Airtel চুপিচুপি দাম বাড়ালো এই দুই প্ল্যানের, আর রিচার্জ করতে পারবেন না ১১৮ ও ২৮৯ টাকার প্ল্যান
গুঞ্জন ছিলই যে Bharti Airtel শীঘ্রই তাদের প্ল্যানের মূল্য বাড়াবে। সেই মতোই এই টেলকোটি চুপিসাড়ে তার ১১৮ টাকা এবং ২৮৯...গুঞ্জন ছিলই যে Bharti Airtel শীঘ্রই তাদের প্ল্যানের মূল্য বাড়াবে। সেই মতোই এই টেলকোটি চুপিসাড়ে তার ১১৮ টাকা এবং ২৮৯ টাকার প্ল্যানের দাম বাড়ালো। মনে করা হচ্ছে, এই পদক্ষেপের মাধ্যমে Airtel ব্যবহারকারী পিছু গড় আয় অর্থাৎ ARPU আগের তুলনায় কিছুটা বাড়াতে পারবে।
উল্লেখ্য, Airtel-এর ১১৮ টাকার প্ল্যানটি কোনো প্রিপেড প্ল্যান নয়, এটি একটি ডেটা ভাউচার। যার বর্তমান দাম ১২৯ টাকা। আর ২৮৯ টাকার রিচার্জ প্ল্যানটির মূল্য বাড়িয়ে ৩২৯ টাকা করা হয়েছে। বর্তমানে এই প্ল্যান দুটি Airtel-এর ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল অ্যাপেও উপলব্ধ।
Airtel এর ১২৯ টাকার প্ল্যান
এটি এয়ারটেলের একটি ডেটা ভাউচার, যেটি গ্রাহকদের মোট ১২ জিবি ডেটা অফার করে। আর ডেটা ছাড়া এই প্ল্যানের সাথে অন্য কোনো সুবিধা পাওয়া যায় না। তবে এই প্ল্যানে প্রদত্ত ডেটা ব্যবহারকারীরা যেকোনো সময় ব্যবহার করতে পারেন। আর মনে রাখতে হবে, এটি ব্যবহার করার জন্য ব্যবহারকারীর একটি ভ্যালিড বেস প্রিপেইড প্ল্যান রিচার্জ থাকা প্রয়োজন। উল্লেখ্য, এখানে ব্যবহারকারীদের আগে প্রতি জিবি ডেটার জন্য খরচ করতে হতো ৯.৮৩ টাকা। আর দাম বৃদ্ধির জন্য এখন প্রত্যেক ব্যবহারকারীকে খরচ করতে হবে ১০.৭৫ টাকা।
Airtel এর ৩২৯ টাকার প্ল্যান
এয়ারটেলের ২৮৯ টাকার প্ল্যানটির দাম বাড়িয়ে বর্তমানে ৩২৯ টাকা করে দেওয়া হয়েছে। আর এর সাথে ব্যবহারকারীদের দৈনিক খরচ ৮.২৫ টাকা থেকে বেড়ে ৯.৪ টাকা হয়েছে। এটি টেলকোর এমন একটি প্ল্যান, যা স্বল্পমেয়াদী হলেও ব্যবহারকারীদের কয়েক জিবি ডেটা, এসএমএস এবং ভয়েস কলের সুবিধা প্রদান করে।
এয়ারটেলের এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৫ দিন। আর এর সাথে ব্যবহারকারীরা মোট ৪ জিবি ডেটা আনলিমিটেড ভয়েস কলিং এবং ৩০০ টি এসএমএস পেয়ে থাকেন। আবার, অতিরিক্ত কোনো খরচ ছাড়াই গ্রাহকরা এর সাথে এয়ারটেল থ্যাঙ্কসের সুবিধা, অ্যাপেলো ২৪×৭ সার্কেলের সাবস্ক্রিপশন, হ্যালো টিউনস এবং উইঙ্ক মিউজিক উপভোগ করতে পারবেন।