বেশি ডেটা দরকার নেই? কলিং ও SMS এর জন্য Airtel ও Jio-র সবচেয়ে সেরা প্ল্যান এটাই

Airtel থেকে Jio, ভারতের বেসরকারি টেলিকম সংস্থাগুলি জুলাই মাসে তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে...
techgup 4 Sept 2024 11:00 PM IST

Airtel থেকে Jio, ভারতের বেসরকারি টেলিকম সংস্থাগুলি জুলাই মাসে তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে আপনি যদি কম দামে লম্বা ভ্যালিডিটির প্ল্যান খোঁজ করে থাকেন, তাহলে এয়ারটেলের একটি প্ল্যান আপনার জন্য সেরা হতে পারে। এই এয়ারটেল প্ল্যানের দাম 489 টাকা এবং এখানে 77 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। আসুন এখানে কি কি সুবিধা পাওয়া যাবে দেখে নেওয়া যাক।

Airtel এর 489 টাকার রিচার্জ প্ল্যান

শুরুতেই জানিয়ে রাখি, 489 টাকার এয়ারটেল রিচার্জ প্ল্যানের সাথে কোনও দৈনিক ডেটা পাওয়া যায় না। এর সাথে মোট 6 জিবি ডেটা অফার করা হয়। আর এই প্ল্যানের ভ্যালিডিটি 77 দিন। এখানে আনলিমিটেড কলিং সহ রোজ 100টি এসএমএস পাঠানোর সুবিধা মেলে।

এয়ারটেলের 489 টাকার প্ল্যানের অন্যান্য সুবিধা

489 টাকার এই এয়ারটেল প্ল্যানে গ্রাহকরা 3 মাসের জন্য অ্যাপোলো 24/7 সার্কেল, ফ্রি হ্যালোটিউন এবং উইঙ্ক মিউজিক ব্যবহারের সুযোগ পান। যারা বেশি কল করেন তাদের জন্য এই প্ল্যানটি সেরা।

অন্যদিকে, জিও তাদের গ্রাহকদের প্রায় একই মূল্যে একটি রিচার্জ প্ল্যান অফার করে। Jio-এর এই ভ্যালু প্ল্যানের মূল্য 479 টাকা এবং এখানে 84 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এর পাশাপাশি মোট 6 জিবি ডেটাও দেওয়া হয়। অন্যান্য সুবিধার কথা বললে, এখানে জিওটিভি, জিও সিনেমা, জিও ক্লাউড ব্যবহারের সুবিধা দেওয়া হয়।

Show Full Article
Next Story