দুর্দান্ত পরিষেবা, লক্ষ লক্ষ নতুন গ্রাহক পেল Jio ও Airtel, আরও পিছিয়ে পড়ল BSNL ও Vi
গত আগস্ট মাসে ভারতের টেলিকম সংস্থাগুলির ইউজার সংযোজন-বিয়োজনের তথ্য প্রকাশ করল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা...গত আগস্ট মাসে ভারতের টেলিকম সংস্থাগুলির ইউজার সংযোজন-বিয়োজনের তথ্য প্রকাশ করল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই (TRAI)। ভারতের চারটি টেলিকম অপারেটর - Reliance Jio, Bharti Airtel, Vodafone Idea বা Vi, এবং Bharat Sanchar Nigam Limited বা BSNL-এর গ্রাহক সংখ্যার সুস্পষ্ট চিত্র TRAI-এর এই মাসিক পারফরম্যান্স ইন্ডিকেটর রিপোর্টে ফুটে উঠেছে। আসুন টেলিকম অপারেটরগুলি এই রিপোর্ট অনুযায়ী ঠিক কোথায় দাঁড়িয়ে জেনে নেওয়া যাক।
২০২২ সালের আগস্টের শেষে Airtel, Jio, BSNL এবং Vi-এর সক্রিয় গ্রাহক সংখ্যা
গত বেশ কয়েক বছর ধরে দুর্দান্ত পরিষেবা প্রদান করে আপামর ভারতবাসীর মনের মণিকোঠায় ইতিমধ্যেই বেশ পাকাপোক্ত জায়গা করে নিয়েছে জিও। আর চলতি সময়েও যে সংস্থার জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি, তার সুস্পষ্ট চিত্র ট্রাই-এর আগস্টের রিপোর্টে ফুটে উঠেছে। জানা গিয়েছে যে, আগস্টে ওয়্যারলেস ক্যাটাগরিতে বাজিমাত করেছে মুকেশ আম্বানির মালিকানাধীন কোম্পানিটি। রিপোর্ট অনুযায়ী, আগস্ট মাসে এয়ারটেল এবং জিও নতুন অ্যাক্টিভ ইউজারদের যুক্ত করতে সক্ষম হয়েছে। গত আগস্টে ওয়্যারলেস ক্যাটাগরিতে জিও এবং এয়ারটেল যথাক্রমে ২.৪৬ মিলিয়ন (২৪.৬ লক্ষ) এবং ১.৪৯ মিলিয়ন (১৪.৯ লক্ষ) নতুন সক্রিয় ওয়্যারলেস ব্যবহারকারী যোগ করেছে। অন্যদিকে, বিএসএনএল এবং ভোডাফোন আইডিয়া যথাক্রমে ১.০৪ মিলিয়ন (১০.৪ লক্ষ) এবং ২.৬৩ মিলিয়ন (২৬.৩ লক্ষ) অ্যাক্টিভ ওয়্যারলেস ইউজার হারিয়েছে। এই প্রসঙ্গে বলে রাখি, ভোডাফোন আইডিয়ার অ্যাক্টিভ ওয়্যারলেস ইউজারবেস ২০০ মিলিয়নের খুব কাছাকাছি চলে এসেছে বলেও জানা গিয়েছে।
BSNL এবং Vi পিছিয়ে পড়ায় ভারতীয় মার্কেটে জাঁকিয়ে বসছে Jio এবং Airtel
প্রসঙ্গত উল্লেখ্য যে, বিগত বেশ কয়েক বছর ধরে ইউজারদেরকে দুর্দান্ত ৪জি (4G) পরিষেবা প্রদান করার পর হালফিলে দেশের নির্বাচিত কয়েকটি শহরে ৫জি (5G) সার্ভিস রোলআউট করেছে জিও এবং এয়ারটেল। অন্যদিকে, দীর্ঘদিন ধরে আর্থিক দুর্দশার জেরে বিপুল বকেয়ার ভারে জর্জরিত হয়ে থাকায় ভোডাফোন আইডিয়ার ৫জি পরিষেবা লঞ্চ হওয়ার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই বললেই চলে। খুব স্বাভাবিকভাবেই এর সুবাদে জিও এবং এয়ারটেল যে বেশ খানিকটা উপকৃত হচ্ছে, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।
অন্যদিকে, সরকারি মালিকানাধীন টেলিকম কোম্পানি BSNL এখনও সারা দেশে 4G সার্ভিসই রোলআউট করে উঠতে পারেনি। এই কারণেও বেশ কিছু ইউজার Jio এবং Airtel-এর শরণাপন্ন হতে বাধ্য হয়েছে। অর্থাৎ সোজা কথায় বললে, BSNL এবং Vi কিছুটা পিছিয়ে পড়ায় Jio এবং Airtel-এর ব্যবসা ক্রমাগত ফুলেফেঁপে উঠছে। যদিও BSNL-এর তরফে জানা গিয়েছে যে, আগামী ৩-৪ মাসের মধ্যে সংস্থার 4G পরিষেবা রোলআউট হবে এবং আগামী বছরের ১৫ আগস্ট রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন কোম্পানিটি সারা দেশে নিজস্ব 5G পরিষেবা চালু করবে; তবে এই পরিকল্পনা আদৌ বাস্তবায়িত হয় কি না, এখন সেটাই দেখার…