Airtel এর কাছে পাত্তা পাবে না Jio, ২০ টাকার কমে ২০টি ওটিটি অ্যাপ দেখার সুবিধা সহ অনেক বেনিফিট
এয়ারটেলেরও কিছু প্ল্যান রয়েছে যা জিওর চেয়ে ভাল বলা যেতে পারে। এয়ারটেলের এরকম একটি প্ল্যান হল ৯৭৯ টাকার প্রিপেড প্যাক।
জিও এবং এয়ারটেলের মধ্যে বিভিন্ন ধরনের প্ল্যান আনা নিয়ে সবসময় প্রতিদ্বন্দ্বিতা চলে। উভয় সংস্থাই গ্রাহকদের প্রলুব্ধ করার জন্য একাধিক প্ল্যান অফার করে। জিওর প্ল্যানগুলি সাধারণত এয়ারটেলের চেয়ে কম দামে বেশি সুবিধা দেয়। তবে এয়ারটেলেরও কিছু প্ল্যান রয়েছে যা জিওর চেয়ে ভাল বলা যেতে পারে। এয়ারটেলের এরকম একটি প্ল্যান হল ৯৭৯ টাকার প্রিপেড প্যাক। এই প্ল্যানটি জিওর ৯৯৯ টাকার প্রিপেড প্ল্যানের সাথে প্রতিযোগিতা করে।
এয়ারটেলের এই প্ল্যানে ২০টিরও বেশি ওটিটি অ্যাপ বিনামূল্যে ব্যবহার করা যাবে। অন্যদিকে জিও সিনেমা, জিও টিভি ছাড়া জিওর প্ল্যানের সাথে আর কোনও ওটিটি সুবিধা দেওয়া হচ্ছে না। আসুন এই প্ল্যানগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।
জিওর ৯৯৯ টাকার প্রিপেড প্ল্যান
রিলায়েন্স জিও-র এই প্ল্যানের ভ্যালিডিটি ৯৮ দিন। এখানে ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতিদিন ২ জিবি ডেটা মেলে। সাথে গ্রাহকদের আনলিমিটেড ৫জি ডেটাও দেওয়া হচ্ছে। এই প্ল্যানে সারা দেশের সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। এর পাশাপাশি, আপনি প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস পাবেন। আবার এর অতিরিক্ত সুবিধাগুলির মধ্যে রয়েছে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড ব্যবহারের সুযোগ।
এয়ারটেলের ৯৭৯ টাকার প্রিপেড প্ল্যান
এয়ারটেলের হাজার টাকার কমে এই প্ল্যানে আপনি ৮৪ দিনের ভ্যালিডিটি পাবেন। এখানে গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতিদিন ২ জিবি করে ডেটা অফার করছে সংস্থা। আর আপনি যদি এয়ারটেলের ৫জি নেটওয়ার্ক উপলব্ধ এলাকায় থাকেন তবে সীমাহীন ৫জি ডেটাও পাবেন। এখানেও প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস এবং দেশজুড়ে সমস্ত নেটওয়ার্কে সীমাহীন কলিংয়ের সুবিধা রয়েছে।
এয়ারটেলের এই প্ল্যানের বিশেষ বৈশিষ্ট্য হল, এটি এয়ারটেল এক্সস্ট্রিম ফাইবার ব্যবহারের সুবিধা দেবে। এখানে ২০টিরও বেশি বিনামূল্যে ওটিটি অ্যাপ্লিকেশন দেখা যাবে। এছাড়াও এই প্ল্যানের সাথে উইঙ্ক মিউজিক, অ্যাপোলো ২৪x৭ সার্কেল এবং রিওয়ার্ডস মিনি সাবস্ক্রিপশনও দিচ্ছে সংস্থা।
এয়ারটেলেরও কিছু প্ল্যান রয়েছে যা জিওর চেয়ে ভাল বলা যেতে পারে। এয়ারটেলের এরকম একটি প্ল্যান হল ৯৭৯ টাকার প্রিপেড প্যাক।