Airtel গ্রাহকদের স্প্যাম কল ও মেসেজ থেকে মুক্তি, নতুন AI টেকনোলজি আগেভাগে করবে সতর্ক
Airtel গ্রাহকদের জন্য সুখবর। এবার থেকে আর স্প্যাম কল বা মেসেজের কারণে বিরক্ত হতে হবে না। কারণ সংস্থার তরফে আর্টিফিশিয়াল...Airtel গ্রাহকদের জন্য সুখবর। এবার থেকে আর স্প্যাম কল বা মেসেজের কারণে বিরক্ত হতে হবে না। কারণ সংস্থার তরফে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) নির্ভর নতুন টেকনোলজি লঞ্চ করা হয়েছে। Airtel এর এই নতুন টেকনোলজি স্প্যাম কল বা মেসেজের সমস্যা সমাধান করবে। আর এরজন্য গ্রাহকদের কোনো অর্থ ব্যয় করতে হবে না বা কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না। ২৬ সেপ্টেম্বর মধ্যরাত থেকে এই নতুন টেকনোলজি গ্রাহকদের চালু করা হবে। এই টেকনোলজি গ্রাহকদের স্প্যাম কল এবং মেসেজ সম্পর্কে সতর্ক করবে।
এয়ারটেলের এআই স্প্যাম কল বা মেসেজ ডিটেক্ট সিস্টেম কীভাবে কাজ করবে
এয়ারটেলের এআই স্প্যাম কল বা মেসেজ ডিটেক্ট সিস্টেম প্রতিদিন প্রায় ১ ট্রিলিয়ন রেকর্ডের উপর কাজ করতে পারবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। প্রাথমিক ভাবে প্রতিদিন প্রায় ১০০ মিলিয়ন স্প্যাম কল এবং ৩ মিলিয়ন স্প্যাম মেসেজ সনাক্ত এবং প্রতিরোধ করার লক্ষ্য নিয়েছে সংস্থাটি।
একবার সিস্টেম যদি কোনো মেসেজ বা কল কে স্প্যাম হিসেবে সন্দেহ করে তাহলে গ্রাহককে "Suspected SPAM" হিসেবে সতর্ক করবে। এরপর গ্রাহক নির্বাচন করবেন তিনি কলের উত্তর দেবেন নাকি রিজেক্ট করবেন বা মেসেজে ক্লিক করা সঠিক হবে নাকি ডিলিট করা উচিত হবে।
শুধু তাই নয়, Airtel এর এই এআই সিস্টেম মেসেজে থাকা সন্দেহজনক লিঙ্ককে স্ক্যান করবে এবং এই লিঙ্কে গ্রাহকদের ক্লিক না করার জন্য সতর্ক করবে। এয়ারটেল বিপজ্জনক লিঙ্কগুলির একটি বিশেষ ডেটাবেস তৈরি করেছে, যাকে ব্ল্যাক লিস্ট ইউআরএল বলা হয় এবং এর উপর ভিত্তি করে মেসেজের লিঙ্ক স্ক্যান করা হবে।
এমনকি Airtel এর এই সিস্টেম হঠাৎ আপনার ফোনে অস্বাভাবিক কোনো কার্যকলাপও যেমন ডিভাইসের আইএমইআই নম্বরে ঘন ঘন পরিবর্তন দেখা দিলে গ্রাহককে সতর্ক করবে।