Airtel লঞ্চ করল 26 টাকার দুর্দান্ত রিচার্জ প্ল্যান, পাবেন 1.5 জিবি ইন্টারনেট ডেটা

Airtel-এর 26 টাকার প্ল্যানের ভ্যালিডিটি ১ দিন, যার সাথে ১.৫ জিবি ডেটা পাওয়া যাবে।

Airtel Launches Rs 26 Data Pack With 1 5Gb Internet Data Validity 1 Day

ভারতের টেলিকম অপারেটরগুলি সবসময়ই তাদের গ্রাহকের সুবিধার জন্য বিভিন্ন ধরনের রিচার্জ প্ল্যান অফার করে থাকে। আর তাই তারা গ্রাহকদের চাহিদা পূরণের জন্য সবসময়ই তৎপর ভাবে কাজ করে। কিছুদিন আগেই রিচার্জ প্ল্যানে একাধিক সংশোধন এনেছিল সংস্থাগুলি। সম্প্রতি আবার একটি নতুন প্রিপেড ডেটা প্যাক চালু করেছে Bharti Airtel। এই ডেটা প্যাকের মূল্য ২৬ টাকা। আসুন এই ডেটা প্যাকের সুবিধা দেখে নেওয়া যাক।

Airtel-এর ২৬ টাকার নতুন ডেটা প্যাক

Airtel-এর এই নতুন ডেটা প্যাকটির ভ্যালিডিটি ১ দিন, যার সাথে ১.৫ জিবি ডেটা পাওয়া যাবে। আর এর জন্য গ্রাহকদের খরচ করতে হবে মাত্র ২৬ টাকা। জানিয়ে রাখি, এই রিচার্জ প্ল্যানে প্রদত্ত ডেটা সীমা অতিক্রম করলে গ্রাহকদের ৫০ পয়সা প্রতি এমবি চার্জ করা হবে।

Airtel-এর অন্যান্য ডেটা প্যাক

যদিও, এর আগে থেকেই ১ দিনের ভ্যালিডিটি বিশিষ্ট একটি প্রিপেড ডেটা প্ল্যান অফার করে এয়ারটেল, তবে ২৬ টাকার এই প্যাকটিকে প্রকৃতপক্ষে নতুন প্যাকই বলা যায়। কারণ, Airtel-এর পোর্টফোলিওতে এতদিন যে ডেটা প্যাকটি বিদ্যমান ছিল তার দাম ২২ টাকা। তবে, চলতি বছরের জুলাই মাসে ট্যারিফ বৃদ্ধির আগে এর দাম ছিল ১৯ টাকা। উল্লেখ্য, বর্তমানে এই টেলকোর পোর্টফোলিওতে ২২ টাকা (১ জিবি), ২৬ টাকা (১.৫ জিবি), ৩৩ টাকা (২ জিবি) এবং ৪৯ টাকার (আনলিমিটেড) মোট চারটি ডেটা প্যাক উপস্থিত, যেগুলির ভ্যালিডিটি ১ দিন।

Airtel-এর সংশোধিত ডেটা প্যাক

এয়ারটেল তাদের ৭৭ টাকার ডেটা প্যাকে বেশ কিছু সংশোধন করেছে। আগে এই প্যাকটির দাম ছিল ৬৫ টাকা আর এর সাথে ৪ জিবি ডেটা অফার করা হতো। তবে, বর্তমানে এই ডেটা প্যাকের দাম বাড়িয়ে ৭৭ টাকা করে দেওয়া হয়েছে, পাশাপাশি, এর সাথে ৫ জিবি ডেটা অফার করা হচ্ছে।

আর এর মেয়াদ নির্ভর করবে গ্রাহকের বেস প্ল্যানের মেয়াদের উপর। এছাড়াও, থ্যাঙ্ক ইউ অ্যাপের মাধ্যমে রিচার্জ করলে গ্রাহকেরা অতিরিক্ত ১ জিবি ডেটা পাবেন। অর্থাৎ, এই প্ল্যানের সাথে গ্রাহকেরা মোট ৬ জিবি ডেটা উপভোগ করতে পারবেন।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন