রিচার্জ করলে পয়সা উসুল! Airtel-এর এই প্ল্যানে দৈনিক ৮ টাকায় পাবেন আনলিমিটেড ডেটা, কলিংয়ের সুবিধা

গ্রাহকদের সুবিধার জন্য প্রায় প্রতিটি টেলিকম কোম্পানিই বিভিন্ন দামে ভিন্ন ভিন্ন বেনিফিটওয়ালা প্রিপেইড প্ল্যান অফার করে থাকে। Bharti Airtel-ও তার ব্যতিক্রম নয়, এই সংস্থার পোর্টফোলিওতে…

গ্রাহকদের সুবিধার জন্য প্রায় প্রতিটি টেলিকম কোম্পানিই বিভিন্ন দামে ভিন্ন ভিন্ন বেনিফিটওয়ালা প্রিপেইড প্ল্যান অফার করে থাকে। Bharti Airtel-ও তার ব্যতিক্রম নয়, এই সংস্থার পোর্টফোলিওতে প্রচুর রিচার্জ অপশন রয়েছে। তবে নিজের আকর্ষণ বাড়ানোর জন্য কোম্পানিটি সম্প্রতি ৩০০ টাকার কমে একটি নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে যাতে অনন্য বৈধতার পাশাপাশি আনলিমিটেড 5G ডেটা এবং আরও নানাবিধ সুবিধা পাওয়া যাবে। ইতিমধ্যেই প্ল্যানটি Airtel-এর ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে উপলব্ধ হয়েছে। সেক্ষেত্রে আপনি যদি Airtel গ্রাহক হন, তাহলে এখনই দেখে নিন কোম্পানির এই নতুন প্ল্যান সম্পর্কিত খুঁটিনাটি।

২৮৯ টাকার নতুন প্ল্যান লঞ্চ করেছে Airtel, কী সুবিধা পাবেন?

এয়ারটেলের প্রিপেইড প্ল্যান পোর্টফোলিওতে যুক্ত হওয়া ২৮৯ টাকা দামের নতুন প্ল্যানটির বৈধতা ৩৫ দিন মানে এক মাসেরও বেশি। এতে মোট ৪ জিবি ডেটা, ৩০০টি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের বেনিফিট পাওয়া যাবে। সাথে থাকবে আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহারের সুযোগ। শুধু তাই নয়, এটি অতিরিক্ত সুবিধা হিসেবে বিনামূল্যে অ্যাপোলো ২৪/৭ সার্কেল (Apollo 24|7 Circle), উইঙ্ক মিউজিক (Wynk Music) এবং হ্যালোটিউনস (Hellotunes)-এর সুবিধা অফার করবে।

এক্ষেত্রে আপনি যদি দাম এবং বৈধতার প্রেক্ষিতে এই এয়ারটেল প্ল্যানের গড় খরচ হিসেব করেন, তাহলে দেখা যাবে এর জন্য আপনাকে রোজ ৮.২৫ টাকা করে দিতে হবে যার বদলে আপনি যাবতীয় সুবিধা উপভোগ করতে পারবেন। নিঃসন্দেহে এর সুবিধাগুলি অত্যন্ত আকর্ষণীয়। তবে আপনি চাইলে এর থেকে আরও কম খরচে রিচার্জ করতে পারেন – সংস্থার ১৯৯ টাকার প্ল্যানটি তখন আপনার কাজে আসবে।

Airtel-এর ১৯৯ টাকার প্ল্যানের সুবিধা

এয়ারটেলের ১৯৯ টাকার প্ল্যানটি ৩০ দিনের বৈধতার সাথে আসে। এতে ৩ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ৩০০টি এসএমএসের সাথে আরও কিছু এক্সট্রা বেনিফিট পাওয়া যায়। দিন পিছু এর গড় খরচ পড়বে ৬.৬৩ টাকা। অতএব আপনি কম খরচ করতে চাইলে বা কম মোবাইল ডেটা ব্যবহার করলে এই প্ল্যানটি বেছে নিতে পারেন। কিন্তু মনে রাখবেন, এই প্ল্যানে ৫জি নেটওয়ার্ক অ্যাক্সেসের সুবিধা নেই।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন