১০০ টাকার কমে হাই-স্পিড নেট! Jio, BSNL-কে টেক্কা দিতে নয়া প্ল্যান Airtel এর

লক্ষ লক্ষ গ্রাহকদের জন্য সম্প্রতি কম দামে নতুন রিচার্জ প্ল্যান হাজির করেছে এয়ারটেল। এই প্ল্যানে ১০০ টাকার কমে গ্রাহকরা আনলিমিটেড ইন্টারনেট ডেটা ব্যবহার করতে পারবেন।

Suvrodeep Chakraborty 4 Dec 2024 12:45 PM IST

জুলাইয়ে মোবাইল রিচার্জের দাম বাড়িয়েছে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া। তাই অনেক গ্রাহক ফোন নম্বর পোর্ট করে অন্য সিম নিচ্ছেন আবার কেউ কেউ BSNL এর নতুন কানেকশন নিতে শুরু করেছেন। এই সময়কালে একটি বড় অংশের গ্রাহক এয়ারটেল ছেড়েছেন। সেই ঘাটতি পূরণ করতে সম্প্রতি লক্ষ লক্ষ মোবাইল ব্যবহারকারীদের জন্য কিছু নতুন রিচার্জ প্ল্যান চালু করেছে সংস্থা। দাম ১০০ টাকারও কম।

১০০ টাকার কমে Airtel এর রিচার্জ প্ল্যান

এয়ারটেল সম্প্রতি বেশ কিছু আকর্ষণীয় অফার নিয়ে এসেছে। যার মধ্যে একটি এই নতুন রিচার্জ প্ল্যান। দাম ৯৯ টাকা। এই প্ল্যানে ব্যবহারকারীরা ২ দিন আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারবেন। তবে কিছু লিমিট রয়েছে। এই প্ল্যানে প্রতিদিন ২০ জিবি ইন্টারনেট পাওয়া যাবে। এর মানে মোট ৪০ জিবি ডেটা মিলবে রিচার্জ প্ল্যানে।

গ্রাহকরা এই প্ল্যানটি আগে থেকে থাকা যেকোনও প্ল্যানে যোগ করতে পারেন। যদি আপনার নম্বরে ইতিমধ্যেই একটি ভিন্ন প্ল্যান সক্রিয় থাকে, তখনও এই অতিরিক্ত প্ল্যানটি রিচার্জ করতে পারবেন।

প্রসঙ্গত, এই রেঞ্জে রিলায়েন্স জিও-এর পক্ষ থেকেও একটি রিচার্জ প্ল্যান আনা হয়েছে। যার দাম একটু কম। এই প্ল্যানের খরচ ৮৬ টাকা। এয়ারটেলের মতো এই প্ল্যানে দৈনিক ২০ জিবি ডেটা পাওয়া যাবে। দুই সংস্থাই গ্রাহকদের ধরে রাখতে সাশ্রয়ী মূল্যের বিকল্প আনার চেষ্টা করে চলেছে।

উল্লেখ্য, সম্প্রতি টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) আন্তর্জাতিক জালিয়াতি কল সম্পর্কে একটি জরুরি সতর্কতা জারি করেছে। অপরিচিত দেশের কোড যেমন +77, +89, +85, +86, এবং +84 থেকে কলগুলি গ্রহণ করার সময় সতর্কতা অবলম্বন করার জন্য গ্রাহকদের পরামর্শ দিয়েছে টেলিকম দফতরে। কারণ এই নম্বরগুলি সম্পূর্ণ ভুয়ো এবং প্রতারণা করার জন্য ব্যবহার করা হচ্ছে।

Show Full Article
Next Story