Airtel এর তিন দুর্দান্ত ডেটা প্ল্যান, ইন্টারনেট ডেটার সাথে ফ্রি-তে দেখুন ওটিটি কনটেন্ট

Jio আসার পর থেকে ভারতে ইন্টারনেট ডেটার ব্যবহার কয়েক গুন বেড়েছে। ফলে সংস্থাগুলি দৈনিক ডেটা প্ল্যানের পাশাপাশি ডেটা অনলি...
PUJA 23 Sept 2024 1:01 PM IST

Jio আসার পর থেকে ভারতে ইন্টারনেট ডেটার ব্যবহার কয়েক গুন বেড়েছে। ফলে সংস্থাগুলি দৈনিক ডেটা প্ল্যানের পাশাপাশি ডেটা অনলি প্ল্যান অফার করে। Airtel তাদের গ্রাহকদের জন্য একাধিক ডেটা প্ল্যান এনেছে। এই প্রতিবেদনে আমরা সংস্থার তিনটি প্রিপেড ডেটা প্ল্যানের বিষয়ে বলবো। এই প্ল্যানগুলির দাম ১৬১ টাকা, ১৮১ টাকা এবং ৩৬১ টাকা।

Airtel ১৬১ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান

এয়ারটেলের ১৬১ টাকার প্রিপেড প্ল্যানের বৈধতা ৩০ দিন। এই প্ল্যানে গ্রাহকদের ৩০ দিনের জন্য ১২ জিবি ডেটা দেওয়া হয়।

Airtel ১৮১ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান

এয়ারটেলের ১৮১ টাকার প্রিপেড প্ল্যানে ৩০ দিনের ভ্যালিডিটি সহ ১৫ জিবি ডেটা পাওয়া যায়। এর সাথে ২০টিরও বেশি ওটিটি (ওভার-দ্য-টপ) অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যায়। সাথে ৩০ দিনের জন্য এয়ারটেল এক্সস্ট্রিম প্লে উপভোগ করা যায়।

Airtel ৩৬১ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান

এয়ারটেলের ৩৬১ টাকার প্ল্যানে ৫০ জিবি ডেটা দেওয়া হয়। এই প্ল্যানের ভ্যালিডিটি কম্বো প্ল্যানের ভ্যালিডিটির সমান। অর্থাৎ আপনি যদি দৈনিক ১ জিবি ডেটা প্ল্যান রিচার্জ করে থাকেন এবং এই প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন থাকে তাহলে ৩৬১ ডেটা প্ল্যানের ভ্যালিডিটি হবে ৩০ দিন হবে।

আরও পড়ুন : Jio ও VI গ্রাহকদের জন্য সেরা খবর, বিনামূল্যে উপভোগ করুন 30GB ইন্টারনেট ডেটা

Show Full Article
Next Story