বিনামূল্যে ৫০ জিবি ডেটা, Airtel এর এই পাঁচটি প্ল‌্যানের সাথে রয়েছে দুর্দান্ত বেনিফিট

বর্তমান সময়ে Wynk Music অ্যাপটির সঙ্গে কমবেশি সকলেই পরিচিত। অনলাইনে বিভিন্ন ঘরানার লক্ষ লক্ষ গান শোনা, হ্যালোটিউনস সেট...
techgup 29 Dec 2022 12:10 PM IST

বর্তমান সময়ে Wynk Music অ্যাপটির সঙ্গে কমবেশি সকলেই পরিচিত। অনলাইনে বিভিন্ন ঘরানার লক্ষ লক্ষ গান শোনা, হ্যালোটিউনস সেট করা, পডকাস্ট শোনা, MP3 মিউজিক অফলাইনে ডাউনলোড করা সহ আরও নানাবিধ কাজে এটিকে ব্যবহার করা যায়। এককথায় বললে, সঙ্গীতপ্রেমীদের অত্যন্ত পছন্দের একটি অ্যাপ হল Wynk Music। সেক্ষেত্রে ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর Bharti Airtel তাদের একাধিক প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যান মারফত সম্পূর্ণ নিখরচায় এই অ্যাপটি ব্যবহার করার সুযোগ দেয় ইউজারদেরকে। তবে রিচার্জ প্ল্যান ছাড়াও সংস্থার পোর্টফোলিওতে এমন কিছু প্ল্যান মজুত রয়েছে, যার সহায়তায় এয়ারটেল এবং নন-এয়ারটেল উভয় গ্রাহকরাই একদম নির্বিঘ্নে Wynk Music অ্যাপটিতে উপলব্ধ সকল সুবিধাগুলি উপভোগ করতে পারবেন। এই প্রতিবেদনে আমরা টেলিকম কোম্পানিটির ঝুলিতে সকল ব্যবহারকারীদের জন্য কোন কোন Wynk Music Premium Subscription প্ল্যান মজুত রয়েছে সেগুলির বিষয়ে জানাবো।

Airtel Wynk Premium

Airtel Wynk Premium প্ল্যানসমূহ

উপরের টেবিলটি থেকে স্পষ্ট, সংস্থার পোর্টফোলিওতে সকল গ্রাহকদের জন্য মোট পাঁচটি উইঙ্ক মিউজিক প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যান মজুত রয়েছে। বিভিন্ন মেয়াদ সহ আসা সাশ্রয়ী মূল্যের এই প্ল্যানগুলি ইউজাররা নিজেদের প্রয়োজনমাফিক অতি অনায়াসে ব্যবহার করতে পারবেন। নিঃসন্দেহে, সঙ্গীতপ্রেমীদেরকে নতুন বছরে কিছু উপহার দেওয়ার ক্ষেত্রে এগুলি এককথায় আদর্শ।

Wynk Studio

প্রসঙ্গত জানিয়ে রাখি, উইঙ্ক স্টুডিও একটি এক্সক্লুসিভ প্ল্যাটফর্ম, যার মাধ্যমে শিল্পীরা তাদের গান লঞ্চ করার পাশাপাশি তাদের ভক্তদের সঙ্গে অতি অনায়াসে কানেক্ট করতে পারবেন। মূলত ভারত সহ বিদেশের সকল একক সঙ্গীতশিল্পীদের জন্য এটি একটি মিউজিক ডিস্ট্রিবিউশন ইকোসিস্টেম। ফলে যারা খুব ভালো গান গান, কিন্তু নিজেদের প্রতিভাকে লোকসমক্ষে প্রদর্শন করার কোনো ভালো প্ল্যাটফর্ম পাচ্ছেন না, তাদের জন্য এটি এককথায় আদর্শ। সহজে বললে, উইঙ্ক স্টুডিওর মাধ্যমে প্রতিভাবান গায়করা রাতারাতি স্টার হয়ে উঠতে সক্ষম হবেন।

Wynk Rewind

Wynk Music কয়েকদিন আগে Wynk Rewind লঞ্চ করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ২০২২ সালের সেরা সঙ্গীতশিল্পী, অ্যালবাম, গান এবং প্লেলিস্টের তালিকা দেখতে সক্ষম হবেন। শুধু তাই নয়, আসন্ন নতুন বছর উদযাপন করার জন্য ইউজাররা তাদের পছন্দের ট্র্যাকগুলির কাস্টমাইজড পার্টি প্লেলিস্টও এটির মাধ্যমে তৈরি করতে পারবেন।

Show Full Article
Next Story