মোবাইলে ফ্রিতে দেখুন লাইভ টিভি, সিনেমা! Airtel দিচ্ছে দুর্দান্ত সুবিধা, জেতা যাবে iPhone 14-ও
আপনারা যদি বিনামূল্যে লাইভ টিভি, সিনেমা বা ওয়েব সিরিজ উপভোগ করতে চান, তাহলে ভারতী এয়ারটেল (Bharti Airtel) আপনাদের এই...আপনারা যদি বিনামূল্যে লাইভ টিভি, সিনেমা বা ওয়েব সিরিজ উপভোগ করতে চান, তাহলে ভারতী এয়ারটেল (Bharti Airtel) আপনাদের এই ইচ্ছা পূরণ করবে! আসলে এই টেলিকম সংস্থার পোর্টফোলিওতে এমন একাধিক রিচার্জ এবং ডেটা অ্যাড-অন প্ল্যান বিদ্যমান আছে, যেগুলি বিনামূল্যে 'এয়ারটেল এক্সস্ট্রিম' (Airtel Xstream) অ্যাপের মাধ্যমে OTT কনটেন্ট দেখার বিকল্প অফার করে। পাশাপাশি যাবতীয় বেসিক বেনিফিট অর্থাৎ আনলিমিটেড ভয়েস কলিং, ফ্রি এসএমএস এবং হাই-স্পিড ডেটা ব্যবহারের সুবিধা তো থাকছেই। তবে সর্বাধিক আকর্ষণীয় বিষয় হল, এয়ারটেল এক্সস্ট্রিম অ্যাপের একটি নির্দিষ্ট চ্যানেল বেছে নেওয়ার মাধ্যমে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে লেটেস্ট iPhone 14 জেতার সুযোগ পেয়ে যাবেন। চলুন কোন কোন প্রিপেইড প্ল্যানের সাথে এয়ারটেল এক্সস্ট্রিম অ্যাপের সুবিধা দেওয়া হচ্ছে তা জেনে নেওয়া যাক…
প্রসঙ্গত, এয়ারটেল এক্সস্ট্রিম অ্যাপ হল সুনীল ভারতী মিত্তল পরিচালিত টেলিকম সংস্থাটির ইন-হাউস ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম। যেখানে - লাইভ টিভি থেকে শুরু করে সিনেমা, রিয়ালিটি শো, ওয়েব সিরিজ দেখা যায়। এই অ্যাপটি ব্যবহার করে মোবাইলে - হিন্দি, তেলেগু, তামিল, কন্নড়, বাংলা, মালায়ালাম ভাষায় কনটেন্ট দেখা যাবে। এয়ারটেল এক্সস্ট্রিম, অ্যান্ড্রয়েড ও iOS উভয় ডিভাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এর একটি ডেস্কটপ সংস্করণও উপলব্ধ।
Airtel দিচ্ছে iPhone 14 জেতার সুযোগ
ভারতী এয়ারটেল মোট ছয়টি প্রিপেইড রিচার্জ প্ল্যান এবং একটি ডেটা অ্যাড-অন প্যাকের সাথে এয়ারটেল এক্সস্ট্রিম অ্যাপের সুবিধা প্রদান করে। গ্রাহকেরা নির্বাচিত এক্সস্ট্রিম চ্যানেলগুলির মধ্যে ১টি বেছে নিতে পারবেন এবং রিচার্জ প্যাকগুলির বৈধতাসীমা পর্যন্ত অতিরিক্ত কোনো খরচ ছাড়াই পছন্দের কনটেন্ট দেখতে পারবেন৷ এক্ষেত্রে এইসকল রিচার্জ প্যাক খরিদ্দারীর সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, যেসকল গ্রাহকেরা জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম Hoichoi -কে এক্সস্ট্রিম চ্যানেল হিসেবে বেছে নেবেন তাদের বিনামূল্যে Apple iPhone 14 জেতার সুযোগ করে দেবে এয়ারটেল। তবে আগেই বলে দিই, এই অফারটি আগামীকাল অর্থাৎ ২৯শে জানুয়ারী ২০২৩ পর্যন্তই বৈধ থাকছে।
Airtel Xstream অ্যাপের সুবিধা প্রদানকারী প্রিপেইড প্ল্যানের তালিকা
১. Airtel ৩৫৯ টাকার প্রিপেইড প্ল্যান:
৩৫৯ টাকার এই প্রিপেইড প্ল্যানের অধীনে বেসিক সুযোগ সুবিধা হিসাবে - আনলিমিটেড লোকাল, STD এবং রোমিং ভয়েস কলিং অফার করা হবে। পাশাপাশি, দৈনিক ১০০টি এসএমএস এবং ২ জিবি হাই-স্পিড ইন্টারনেট ডেটাও ব্যবহার করা যাবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, দৈনিক নির্ধারিত ডেটা লিমিট নিঃশেষ হয়ে যাওয়ার পর ইন্টারনেট স্পিড কমে ৬৪Kbps হয়ে যাবে। এই প্ল্যানের মেয়াদ ১ মাসের।
২. Airtel ৫৪৯ টাকার প্রিপেইড প্ল্যান:
এয়ারটেলের ৫৪৯ টাকা দামের এই রিচার্জ প্যাক ৫৬ দিন পর্যন্ত বৈধ থাকবে। এতে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিনের ১০০টি ফ্রি এসএমএস এবং ২ জিবি হাই স্পিড ডেটা পাওয়া যায়।
৩. Airtel ৬৯৯ টাকার প্রিপেইড প্ল্যান:
আলোচ্য প্ল্যানটিও ৫৬ দিনের বৈধতা সহ এসেছে। আর উপরিউক্ত প্যাকের ন্যায় যেকোনো নেটওয়ার্কে দৈনিক আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০টি ফ্রি এসএমএস অফার করে। যদিও দাম বেশি থাকার কারণ এই রিচার্জ প্যাকের অধীনে আপনারা রোজ ৩ জিবি ডেটা ব্যবহারের সুবিধা পেয়ে যাবেন। আর অতিরিক্ত বেনিফিট হিসাবে বৈধতাসীমা পর্যন্ত বিনামূল্যে Amazon Prime অ্যাপের অ্যাক্সেস মিলবে।
৪. Airtel ৭১৯ টাকার প্রিপেইড প্ল্যান:
এয়ারটেল আনীত ৭১৯ টাকার রিচার্জ প্ল্যানটি ৮৪ দিনের জন্য বৈধ থাকবে। এই সময়কালে গ্রাহকেরা - আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক ১০০টি ফ্রি এসএমএস এবং ১.৫ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়া Disney+ Hotstar মোবাইল অ্যাপের সাবস্ক্রিপশনও সম্পূর্ণ বিনামূল্যে অফার করা হবে।
৫. Airtel ৮৩৯ টাকার প্রিপেইড প্ল্যান:
৮৩৯ টাকা খরচ করে আপনারা - প্রতিদিন আনলিমিটেড ভয়েস কলিং, ১০০টি ফ্রি এসএমএস এবং ২ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন ৮৪ দিনের জন্য। আবার অতিরিক্ত বেনিফিট হিসাবে, Disney+ Hotstar মোবাইল অ্যাপের কনটেন্ট বিনামূল্যে উপভোগও করতে পারবেন।
৬. Airtel ৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যান :
এয়ারটেলের ৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানের মেয়াদ ৮৪ দিন। এর অধীনে - আনলিমিটেড ভয়েস কলিং, প্রত্যহ ১০০টি ফ্রি এসএমএস এবং ২.৫ জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যাবে। এছাড়া অতিরিক্ত কোনো খরচ ছাড়াই Disney+ Hotstar মোবাইল এবং Amazon Prime অ্যাপের মেম্বারশিপ প্রদান করা হবে গ্রাহকদের।
প্রসঙ্গত, উল্লিখিত প্রত্যেকটি প্রিপেইড প্ল্যানের সাথে অতিরিক্ত বেনিফিট হিসাবে গ্রাহকেরা - বিনামূল্যে উইঙ্ক মিউজিক (Wynk Music), হ্যালো টিউনস (Hello Tunes), অ্যাপোলো ২৪/৭ সার্কেল (Apollo 24/7 Circle) এবং ফাসট্যাগ (FASTag) ক্যাশব্যাকের মতো সুবিধা পেয়ে যাবেন। সর্বোপরি কোনো গ্যাঁটের কড়ি খরচ না করেই এয়ারটেল এক্সস্ট্রিম (Airtel Xstream) অ্যাপের কনটেন্ট অ্যাক্সেস করার বিকল্পও সামিল থাকছে।
Airtel -এর ১৪৮ টাকার ডেটা প্যাক :
এয়ারটেল এক্সস্ট্রিম (Airtel Xstream) অ্যাপের সুবিধা আরেকটি প্ল্যানের সাথেও অফার করা হয়। যদিও এটি কোনো আনলিমিটেড রিচার্জ প্যাক নয়, বরং একটি ডেটা প্ল্যান। এক্ষেত্রে এয়ারটেলের ১৪৮ টাকার ডেটা অ্যাড-অন প্ল্যান কিনলে আপনারা মোট ১৫ জিবি ডেটা পেয়ে যাবেন।