৮৪ দিনের নতুন রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Airtel, আনলিমিটেড কল সহ পাবেন রোজ ১.৫ জিবি ডেটা
ভারতের অন্যতম শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর Airtel সম্প্রতি একাধিক দুর্দান্ত বেনিফিট সমৃদ্ধ একটি প্রিপেইড প্ল্যানের ঘোষণা...ভারতের অন্যতম শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর Airtel সম্প্রতি একাধিক দুর্দান্ত বেনিফিট সমৃদ্ধ একটি প্রিপেইড প্ল্যানের ঘোষণা করেছে। যার দাম রাখা হয়েছে ৬৬৬ টাকা। এটি ৮৪ দিনের জন্য বৈধ। বেনিফিটের কথা বললে, Airtel এর এই নয়া প্রিপেইড প্যাকেজের অধীনে সারা দেশে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং বিনামূল্যে জাতীয় রোমিং -এর সুবিধা পাওয়া যাবে। আবার বেসিক সুযোগ-সুবিধা হিসাবে দৈনিক ১০০টি ফ্রি এসএমএস এবং ১.৫ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। এছাড়াও আরো কয়েকটি অতিরিক্ত সুবিধার অ্যাক্সেস পাওয়া যাবে ৬৬৬ টাকা মূল্যের এই প্রিপেইড প্ল্যানের সাথে।
Airtel এর ৬৬৬ টাকার প্রিপেড প্ল্যানের সাথে 5G স্মার্টফোন ব্যবহারকারীরা পাবেন বিশেষ সুবিধা
৫জি স্মার্টফোন আছে এবং ৫জি নেটওয়ার্ক অ্যাক্সেস করছেন এমন গ্রাহকেদের জন্য এয়ারটেল তাদের এই নতুন প্রিপেইড প্ল্যানের অধীনে আনলিমিটেড ৫জি ডেটা অ্যাক্সেস করার সুযোগ দেবে৷ তবে এই অফারের লাভ ওঠানোর জন্য আপনাদের প্রথমেই নিজেদের হ্যান্ডসেটে 'এয়ারটেল থাঙ্কস' অ্যাপ ডাউনলোড করতে হবে। তারপর আনলিমিটেড ৫জি প্ল্যান সক্রিয় করতে হবে। এক্ষেত্রে অবশ্যই নিশ্চিত করুন যে, ফোনের সেটিংস যেন '5G/4G/3G/2G' মোবাইল নেটওয়ার্কে কনফিগার করা থাকে। নতুবা এয়ারটেল দ্বারা অফার করা পরিষেবা অ্যাক্সেস করা যাবে না।
আবার এয়ারটেলের ৬৬৬ টাকার এই প্রিপেইড প্ল্যানের সাথে বিনামূল্যে Hello Tunes এবং Wynk Music -এর অ্যাক্সেসও দেওয়া হচ্ছে।
নতুন ইন-ফ্লাইট প্যাকেজের ঘোষণা করলো Airtel
জানিয়ে রাখি, Airtel হালফিলে একটি নতুন ইন-ফ্লাইট প্ল্যান লঞ্চ করেছে। অর্থাৎ এই প্ল্যান ফ্লাইটে ভ্রমণ করাকালীন মোবাইল ব্যবহারকারীদের কানেক্টিভিটি সংক্রান্ত যাবতীয় চাহিদা পূরণ করবে।
Airtel এর নিয়ে আসা প্রথম ইন-ফ্লাইট প্যাকেজের দাম ১৯৫ টাকা। এর পরবর্তে আপনারা ২৫০ এমবি ডেটা, ১০০ মিনিটের আউটগোয়িং কল এবং ১০০টি এমএসএস বিনামূল্যে পাঠাতে পারবেন।
জানিয়ে রাখি এরকম আরো দুটি প্ল্যান সংস্থার পোর্টফোলিও -তে রয়েছে। যার মধ্যে ২৯৫ টাকা মূল্যের প্ল্যানটি কিনলে ৫০০ এমবি ডেটা এবং ৫৯৫ টাকা খরচ করে ১ জিবি ডেটার অ্যাক্সেস মিলবে। বাদবাকি বেনিফিট একসমান থাকছে।