ইন্টারন্যাশনাল রোমিং প্যাক ঢেলে সাজালো Airtel, এখন এক রিচার্জেই কেল্লাফতে

Airtel তাদের প্রিপেড এবং পোস্টপেড উভয় গ্রাহকদের জন্য ইন্টারন্যাশনাল রোমিং (IR) প্যাকে পরিবর্তন আনল। এখন থেকে একটি রোমিং প্ল্যানের মাধ্যমেই গ্রাহকরা ১৮০ টিরও বেশি দেশে…

Puja Mondal 28 Sept 2024 2:48 AM IST

Airtel তাদের প্রিপেড এবং পোস্টপেড উভয় গ্রাহকদের জন্য ইন্টারন্যাশনাল রোমিং (IR) প্যাকে পরিবর্তন আনল। এখন থেকে একটি রোমিং প্ল্যানের মাধ্যমেই গ্রাহকরা ১৮০ টিরও বেশি দেশে টেলি-কানেকশন বেনিফিট পাবেন। যেখানে আগে দেশ ভিত্তিতে টেলকোটির কাছে দুটি আলাদা আলাদা প্ল্যান উপস্থিত ছিল। তবে এখন Airtel-এর নতুন প্যাকটি বেছে নিলে কোনো চিন্তা ছাড়াই গ্রাহকরা বিশ্বের যেকোনো দেশে আন্তর্জাতিক সুবিধা উপভোগ করতে পারবেন।

পুরনো এবং নতুন প্ল্যান দুটির পার্থক্য

Airtel এর পুরানো ৬৪৯ টাকার প্ল্যান

এটি এয়ারটেলের পুরানো ইন্টারন্যাশনাল রোমিং প্যাক। যেখানে গ্রাহকরা ১ দিনের ভ্যালিডিটি, ৫০০ এমবি ডেটা, ১০টি এসএমএস, বিনামূল্যে ১০০ মিনিট লোকাল আউটগোয়িং তথা ইনকামিং কল এবং ভারত সহ বেশ কয়েকটি দেশে কল করার সুযোগ পেতেন।

Airtel এর নতুন ৬৪৮ টাকার ইন্টারন্যাশনাল রোমিং প্ল্যান

এয়ারটেলের এর নতুন ইন্টারন্যাশনাল রোমিং প্যাকটির দাম ৬৪৮ টাকা, আর এই প্ল্যানেরও ভ্যালিডিটি ১ দিন রাখা হয়েছছ। তবে এখন এর মাধ্যমে মোট ১৮৪ টি দেশে রোমিং সুবিধা পাওয়া যাবে। আর এই প্ল্যানটি ৫০০ এমবি ডেটা, ১০ টি এসএমএস, বিনামূল্যে ১০০ মিনিট লোকাল আউটগোয়িং, ইনকামিং কল এবং ভারতে কল অফার করে।

প্রসঙ্গত, পূর্বে Airtel এর যে দুটি রোমিং প্যাক ছিল, যেখানে সেট ১ প্ল্যানটি ১১৯টি দেশ এবং সেট ২ প্ল্যানটি ৬৫ দেশ অর্থাৎ মোট ১৮০ টি দেশে ইন্টারন্যাশনাল রোমিং সুবিধা দিত। তবে, বর্তমানে গ্রাহকরা নতুন প্ল্যানের সাথে আরো ৪টি অতিরিক্ত দেশে ইন্টারন্যাশনাল রোমিং সুবিধা পাবেন।

Show Full Article
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms