Airtel 5G Plus: রেকর্ড গড়লো এয়ারটেল, একসঙ্গে ২৩৫ শহরে চালু হল ৫জি পরিষেবা

এয়ারটেল (Bharti Airtel) আজ ২৩৫ শহরে 5G পরিষেবা চালু করেছে। এরফলে মোট ৫০০ শহরে টেলিকম সংস্থাটির পঞ্চম প্রজন্মের...
PUJA 24 March 2023 8:31 PM IST

এয়ারটেল (Bharti Airtel) আজ ২৩৫ শহরে 5G পরিষেবা চালু করেছে। এরফলে মোট ৫০০ শহরে টেলিকম সংস্থাটির পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক পাওয়া যাবে। এর আগে এয়ারটেল কখনও একদিনে এত বেশি অঞ্চলে 5G নেটওয়ার্ক চালু করেনি। সংস্থার তরফে আসন্ন দিনগুলিতে আরও বেশি সংখ্যক শহরে পরিষেবা পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, এয়ারটেল গতবছর অর্থাৎ ২০২২ সালে আল্ট্রা ফাস্ট এয়ারটেল ৫জি প্লাস নেটওয়ার্ক লঞ্চ করেছিল। এরপর একের পর এক শহরে নয়া নেটওয়ার্ক ছড়িয়ে দিতে দিতে আজ উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণের কন্যাকুমারী পর্যন্ত পরিষেবা বিস্তৃত। এয়ারটেল প্রথম টেলিকম কোম্পানি যারা কাশ্মীরে ৫জি চালু করেছিল।

এয়ারটেল আজ এই বিষয়ে বলেছে যে, 'মোট ৫০০ শহরে এয়ারটেল ৫জি প্লাস পরিষেবা ছড়িয়ে দিতে পেরে আমরা আনন্দিত। খুব শীঘ্রই আমরা দেশের বাকি অঞ্চলগুলিতেও পৌঁছে যাব। মানুষকে সেরা ইন্টারনেট স্পিড দিতে আমরা বদ্ধপরিকর।'

এয়ারটেল আনলিমিটেড ৫জি ডেটা অফার

সম্প্রতি এয়ারটেলের তরফে জানানো হয়েছে যে, তাদের গ্রাহকরা বিদ্যমান এয়ারটেল প্ল্যানের সাথে আনলিমিটেড ৫জি ডেটা উপভোগ করতে পারবে। অর্থাৎ দৈনিক ডেটা লিমিটের কোনো ভয় থাকবে না। সংস্থার ২৩৯ বা তার বেশি টাকার রিচার্জ প্ল্যানে এই সুবিধা পাওয়া যাবে।

Show Full Article
Next Story