দৈনিক কোনো ডেটা লিমিট নেই, Airtel লঞ্চ করল 489 টাকার ও 509 টাকার দুর্দান্ত দুটি প্ল্যান

ইউজারদের সুবিধার্থে ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি Bharti Airtel-এর পোর্টফোলিওতে বিভিন্ন রেঞ্জের একাধিক...
techgup 27 Jan 2023 12:52 PM IST

ইউজারদের সুবিধার্থে ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি Bharti Airtel-এর পোর্টফোলিওতে বিভিন্ন রেঞ্জের একাধিক প্রিপেইড রিচার্জ প্ল্যান মজুত রয়েছে। তবে যে সকল প্রিপেইড ব্যবহারকারীরা মাসে এককালীন বেশ খানিকটা ডেটা ব্যবহারে আগ্রহী, তাদের জন্য কোম্পানির ঝুলিতে খুবই কম সংখ্যক রিচার্জ প্ল্যান বিদ্যমান। সেক্ষেত্রে একসাথে অনেকটা ডেটা পেতে হলে ইউজারদেরকে মূলত সংস্থার ডেটা প্যাকগুলির সাহায্য নিতে হয়। তবে এই সমস্যার সমাধান করতে Airtel হালফিলে ৪৮৯ টাকা এবং ৫০৯ টাকা মূল্যের দু-দুটি নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে, যেগুলির মাধ্যমে একসাথে বেশ অনেকটা ডেটা ব্যবহারের সুবিধা পাবেন ইউজাররা। অর্থাৎ, এই প্ল্যান দুটিতে কোনো দৈনিক এফইউপি (FUP অর্থাৎ ফেয়ার ইউসেজ পলিসি) ডেটা লিমিট নেই। ফলে যারা ডেইলি ডেটা প্ল্যান পছন্দ করেন না, তাদের জন্য এগুলি এককথায় আদর্শ। আসুন, নবাগত প্ল্যান দুটি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Bharti Airtel-এর ৪৮৯ টাকার প্রিপেইড প্ল্যান

৪৮৯ টাকার এয়ারটেল প্রিপেইড রিচার্জ প্ল্যানে ৩০ দিনের মেয়াদে আনলিমিটেড লোকাল, এসটিডি এবং রোমিং কল, ৩০০ টি এসএমএস এবং মোট ৫০ জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়া, এক্সট্রা বেনিফিট হিসেবে প্ল্যানটিতে মিলবে Apollo 24/7 Circle-এর অ্যাক্সেস, FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাক, ফ্রি Hello Tunes, এবং Wynk Music-এর ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধা।

Bharti Airtel-এর ৫০৯ টাকার প্রিপেইড প্ল্যান

আপনি যদি এয়ারটেলের কোনো এক মাসের রিচার্জ প্ল্যান এবং সেইসাথে বাল্ক ডেটা বেনিফিটের সন্ধানে থাকেন, তবে এই প্ল্যানটি আপনার জন্য। কোম্পানির ৫০৯ টাকার রিচার্জ প্ল্যানে এক মাসের মেয়াদে আনলিমিটেড লোকাল, এসটিডি এবং রোমিং কল, ৩০০ টি এসএমএস এবং মোট ৬০ জিবি ডেটা খরচের সুযোগ মিলবে। উপরন্তু এক্সট্রা বেনিফিটের কথা বললে, এই প্ল্যানে Apollo 24/7 Circle-এর অ্যাক্সেস, FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাক, Wynk Music-এর অ্যাক্সেস, এবং ফ্রি Hello Tunes-এর সুবিধাও পাওয়া যাবে।

কেন উপরিউক্ত প্ল্যান দুটি রিচার্জ করা সুবিধাজনক?

একথা আমরা সকলেই জানি যে, দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত বছরের অক্টোবরের শুরুতে এদেশে চালু হয়েছে দ্রতগতির 5G পরিষেবা। ইতিমধ্যেই Airtel ভারতের একাধিক শহরে পঞ্চম প্রজন্মের বিদ্যুৎ গতির নেটওয়ার্ক সার্ভিস রোলআউট করেছে। এর সুবাদে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই বর্তমানে দেশের একাধিক শহরের বাসিন্দারা 4G সিম মারফতই নিজেদের 5G স্মার্টফোনে সংস্থার পঞ্চম প্রজন্মের দুরন্ত গতির নেটওয়ার্ক সার্ভিস ব্যবহার করতে পারছেন। কোম্পানির দাবি অনুযায়ী, 4G-র তুলনায় 5G-তে ২০ থেকে ৩০ গুণ দ্রুত স্পিড পাওয়া যাবে। সেক্ষেত্রে উপরিউক্ত প্ল্যান দুটি রিচার্জ করলে গ্রাহকরা দৈনিক ডেটা লিমিটের কথা চিন্তা না করেই একদম সাবলীলভাবে কোম্পানির ঝড়ের গতির 5G পরিষেবা ব্যবহারের মজা উপভোগ করতে সক্ষম হবেন। ফলে নবাগত প্ল্যান দুটি যে ইউজারদেরকে ব্যাপকভাবে উপকৃত করবে, সেকথা বলাই বাহুল্য।

Show Full Article
Next Story