গ্রাহকদের কথা না ভেবে ফের রিচার্জ প্ল্যানের দাম বাড়াচ্ছে Airtel, নিশ্চিত করল কোম্পানির চেয়ারম্যান
আপনি যদি দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি Airtel-এর গ্রাহক হন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে...আপনি যদি দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি Airtel-এর গ্রাহক হন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি খারাপ খবর। আসলে সম্প্রতি টেলিকম কোম্পানিটির চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল (Sunil Bharti Mittal) মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC 2023) ইভেন্টে জানিয়েছেন যে, চলতি বছরে সমস্ত রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পরিকল্পনা করেছে সংস্থাটি। অর্থাৎ সহজে বললে, Airtel ব্যবহারকারীদের জন্য মোবাইল পরিষেবা বর্তমান সময়ের তুলনায় আগামী দিনে আরও ব্যয়বহুল হয়ে উঠবে। স্বভাবতই সংস্থার গ্রাহকদের জন্য বিষয়টি যে বেশ বেদনাদায়ক, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।
আগামী দিনে সমস্ত রিচার্জ প্ল্যান ব্যয়বহুল হতে চলেছে, জানালেন Airtel-এর চেয়ারম্যান সুনীল মিত্তল
সংবাদ সংস্থা পিটিআই (PTI)-এর রিপোর্ট অনুযায়ী, উক্ত ইভেন্টে মিত্তল বলেছেন যে, টেলিকম ব্যবসায় লাভের পরিমাণ খুব কম। তাই ইউজারদেরকে ভালো পরিষেবা দেওয়ার লক্ষ্যে চলতি বছরে রিচার্জ প্ল্যান নিশ্চিতভাবে আরও ব্যয়বহুল হবে বলে আশা করা যেতে পারে। মিত্তলের কথায়, ব্যবসায়িক উন্নতির জন্য ইতিমধ্যেই কোম্পানিটি প্রচুর মূলধন বিনিয়োগ করেছে। যদিও এর সুবাদে ব্যালেন্স শিট বেশ শক্তিশালী হয়েছে; তবে মুশকিলটা হল, যেহেতু টেলিকম ইন্ডাস্ট্রিতে মূলধনের রিটার্ন খুব কম, তাই এই মুহূর্তে ভারতে সংস্থার রিচার্জ প্ল্যানের দাম বেশ কিছুটা বাড়ানো খুবই জরুরি। তিনি একথাও বলেছেন যে, আগামী দিনে দেশের সর্বত্র এয়ারটেলের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি পাবে।
প্রসঙ্গত, নিম্ন আয়সম্পন্ন মানুষদের ওপর এই মূল্যবৃদ্ধির প্রভাব সম্পর্কে মিত্তলকে প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেছেন যে, বর্তমান সময়ে প্রায় প্রতিটি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামই ক্রমশ বাড়ছে। সেক্ষেত্রে অন্যান্য পরিষেবার তুলনায় রিচার্জ প্ল্যানের মূল্যবৃদ্ধি অনেকটাই কম পরিমাণে হচ্ছে। অর্থাৎ সোজা কথায় বললে, রিচার্জ প্ল্যানের দাম বাড়লে যে নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের পকেটের উপর খুব একটা চাপ পড়বে না, সেই কথাই ঠারেঠোরে বেশ ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন মিত্তল।
ন্যূনতম মাসিক রিচার্জ প্ল্যানের দাম ৯৯ টাকা থেকে বাড়িয়ে ১৫৫ টাকা করেছে Airtel
প্রসঙ্গত জানিয়ে রাখি, গত বছরের শেষের দিকে শুরুটা মাত্র দুটি সার্কেল দিয়ে হলেও হালফিলে ভারতের ২২ টি টেলিকম সার্কেলের মধ্যে ১৮ টি-তেই এন্ট্রি-লেভেল ট্যারিফ প্ল্যানের দাম বাড়িয়েছে এয়ারটেল। প্রাথমিকভাবে, ২০২২ সালের নভেম্বরে শুধুমাত্র হরিয়ানা এবং ওড়িশায় ন্যূনতম প্ল্যানের দাম একলাফে ৫৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল সংস্থাটি, যার ফলে এই দুই রাজ্যেই এয়ারটেলের সবচেয়ে সস্তা মাসিক রিচার্জ প্ল্যানের দাম ৯৯ টাকা থেকে বেড়ে একধাক্কায় হয়েছিল ১৫৫ টাকা। তবে বর্তমানে ভারতের প্রায় অধিকাংশ এয়ারটেল গ্রাহকদেরকেই ন্যূনতম রিচার্জের জন্য ৯৯ টাকার পরিবর্তে ১৫৫ টাকা খসাতে হবে। অর্থাৎ সহজে বললে, একটি সিঙ্গেল রিচার্জের জন্য এখন ইউজারদের দিতে হবে বাড়তি ৫৬ টাকা।
Airtel-এর ১৫৫ টাকার প্ল্যানের বিশদ বিবরণ
বর্তমানে এয়ারটেলের ১৫৫ টাকার প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি ২৪ দিন। প্ল্যানটির মাধ্যমে আনলিমিটেড লোকাল, এসটিডি ও রোমিং কল সহ মোট ১ জিবি মোবাইল ডেটা পাওয়া যাবে। সেইসাথে মোট ৩০০ টি এসএমএস প্রেরণের সুবিধাও মিলবে। তবে নির্ধারিত ডেটা লিমিট শেষ হয়ে গেলে প্রতি এমবি ডেটা ব্যবহারের জন্য ইউজারদেরকে ৫০ পয়সা করে চার্জ দিতে হবে। আবার, ৩০০ টি এসএমএস খরচ হয়ে গেলে তারপর প্রতিটি লোকাল এবং ন্যাশনাল এসএমএসের জন্য যথাক্রমে ১ টাকা এবং ১.৫ টাকা খসাতে হবে ব্যবহারকারীদের। উপরন্তু, এক্সট্রা বেনিফিট হিসেবে এই প্ল্যানে মিলবে ফ্রি Hello Tunes এবং Wynk Music-এর ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধা।