Airtel Annual Recharge Plan

মাসিক ১৬৬ টাকা খরচে আনলিমিটেড কল ও ডেটা, এয়ারটেলের সবচেয়ে সস্তা এই প্ল্যান

Airtel Annual Recharge Plan - এয়ারটেলের এই প্রিপেড রিচার্জ প্ল্যানের দাম ১,৯৯৯ টাকা এবং এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। এখানে গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পায়। আর ইন্টারনেট ব্যবহারের জন্য মোট ২৪ জিবি ডেটা দেওয়া হয়।

Puja Mondal 29 Oct 2024 7:17 PM IST

গত জুলাইয়ে ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর এয়ারটেল তাদের রিচার্জ প্ল্যানের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। ফলে গ্রাহকদের খরচ বেড়েছে অনেকটাই। তবে দীর্ঘমেয়াদি প্ল্যানগুলি আপনি তুলনামূলকভাবে সস্তা পাবেন। বিশেষ করে এয়ারটেলের একটি বার্ষিক প্ল্যান এখনও কম খরচে সমস্ত সুবিধা দিয়ে থাকে। আপনি যদি সেকেন্ডারি সিম হিসেবে এয়ারটেল ব্যবহার করেন বা আপনার বাড়িতে ওয়াইফাই থাকে তাহলে এই বার্ষিক প্রিপেড রিচার্জ প্ল্যান আপনার জন্য আদর্শ হবে।

আমরা এখানে যে প্ল্যানের কথা বলছি তার মূল্য ২,০০০ টাকার কম। এয়ারটেলের এই প্ল্যান রিচার্জ করলে সারাবছর ধরে কলিং, ডেটা ও এসএমএস সুবিধা পাওয়া যাবে। এর মাসিক খরচ মাত্র ১৬৬ টাকা এবং দৈনিক খরচ ৫.৪ টাকা। আসুন এই প্ল্যানের দাম ও সুবিধা দেখে নেওয়া যাক।

এয়ারটেলের ৩৫৬ দিনের সবচেয়ে সস্তা বার্ষিক রিচার্জ প্ল্যান

এয়ারটেলের এই প্রিপেড রিচার্জ প্ল্যানের দাম ১,৯৯৯ টাকা এবং এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। এখানে গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পায়। আর ইন্টারনেট ব্যবহারের জন্য মোট ২৪ জিবি ডেটা দেওয়া হয়। সাথে গ্রাহকরা এসএমএস পাঠানোর ছাড়পত্রও পান।

এছাড়া এয়ারটেলের এই বার্ষিক প্ল্যানের সাথে অতিরিক্ত সুবিধাও পাওয়া যায়। এর সাথে এয়ারটেল এক্সস্ট্রিম সাবস্ক্রিপশন অফার করা হয়, যেখানে গ্রাহকরা বিনামূল্যে ভিডিও কনটেন্ট দেখতে পারবেন। আবার অ্যাপোলো ২৪/৭ সার্কেল ৩ মাসের জন্য ব্যবহার করার সুযোগ দেওয়া হয়।

এবার আপনি ভাবতেই পারেন যে মাত্র ২৪ জিবি ডেটা দিয়ে সারাবছর চালানো সম্ভব নয়। তাহলে বলে আপনি এই প্ল্যানের সাথে ডেটা বুস্টার প্যাক রিচার্জ করতে পারেন। সংস্থার ডেটা বুস্টার প্যাকের ভ্যালিডিটি প্রাইমারি প্ল্যানর সমান।

Show Full Article
Next Story