Jio কে টেক্কা এয়ারটেলের, মাত্র ১ টাকা বেশি নিয়ে দিচ্ছে ২৮ জিবি ডেটা সহ অনেক সুবিধা

কয়েকমাস আগে রিচার্জ প্ল্যানের শুল্ক বাড়িয়েছে রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া। যে কারণে কোন টেলকোর...
Suvrodeep Chakraborty 11 Nov 2024 8:02 PM IST

কয়েকমাস আগে রিচার্জ প্ল্যানের শুল্ক বাড়িয়েছে রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া। যে কারণে কোন টেলকোর প্ল্যান বর্তমানে তাদের জন্য সেরা সেটি বেছে নিতে অসুবিধায় পড়তে হচ্ছে অনেক গ্রাহককে। এই সমস্যা সমাধানে আজকে আমরা জিও এবং এয়ারটেলের এমন দুটি প্ল্যান সম্পর্কে আলোচনা করব, যেগুলোর মধ্যে মাত্র পার্থক্য মাত্র ১ টাকা হলেও সুবিধা ভিন্ন। আসুন Jio এবং Airtel এর এই প্ল্যান দুটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

জিও-র ৪৪৮ টাকার প্ল্যান

রিলায়েন্স জিও-র এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। আর এই প্ল্যানের সাথে তারা গ্রাহককে প্রত্যেকদিন ২ জিবি ডেটা অর্থাৎ মোট ৫৬ জিবি ডেটা অফার করে থাকে। এছাড়া এখানে আনলিমিটেড কলিং এবং প্রত্যেকদিন ১০০ টি এসএমএসের সুবিধা পাওয়া যায়।

আর অতিরিক্ত সুবিধা হিসেবে এই প্ল্যানের সাথে জিও টিভি এবং জিও ক্লাউডের সাবস্ক্রিপশন মেলে। এর সাথেই সোনি লিভ, জি৫ এবং জিও সিনেমা প্রিমিয়াম সহ আরো ১২টি ওটিটি অ্যাপ ব্যবহারের সুযোগ পাওয়া যাবে।

এয়ারটেলের ৪৪৯ টাকার প্ল্যান

এয়ারটেলের এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। আর এর সাথে প্রত্যেকদিন ৩ জিবি ডেটা অর্থাৎ মোট ৮৪ জিবি ডেটা উপভোগ করার সুযোগ পাওয়া যায়। এছাড়াও, এতে আনলিমিটেড কলিং এবং প্রত্যেকদিন ১০০টি এসএমএসের সুবিধাও অন্তর্ভুক্ত আছে।

আর অতিরিক্ত সুবিধা হিসেবে এই প্ল্যানের সাথে এয়ারটেলের গ্রাহকরা সোনি লিভ, সান নেক্সট এবং হইচই-এর মতো মোট ২২টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন একদম বিনামূল্যে।

এয়ারটেল ৪৪৯ টাকা বনাম জিও ৪৪৮ টাকা রিচার্জ প্ল্যানের মধ্যে পার্থক্য

যদিও, এই দুটি প্ল্যানের ভ্যালিডিটি সমান এবং দুটি প্ল্যানেই বিনামূল্যে কল এবং এসএমএস সুবিধা পাওয়া যাবে। তবে মাত্র ১ টাকা বেশি খরচ করে এয়ারটেল গ্রাহকরা পেয়ে যাবেন ২৮ জিবি অতিরিক্ত ডেটা এবং অতিরিক্ত ১০টি ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে। তাই বলা যায়, জিও-র প্ল্যানের থেকে এয়ারটেলের প্ল্যান এগিয়ে।

Show Full Article
Next Story