আপনার পুরানো TV কে মাত্র ১৫০০ টাকা নিয়ে স্মার্ট করে দেবে Airtel

বর্তমান সময়ে মার্কেটে স্মার্ট টিভির (Smart TV) চাহিদা প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। ঘরে বসেই থিয়েটারের মজা উপভোগ করতে এই...
techgup 28 Dec 2022 7:03 PM IST

বর্তমান সময়ে মার্কেটে স্মার্ট টিভির (Smart TV) চাহিদা প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। ঘরে বসেই থিয়েটারের মজা উপভোগ করতে এই ডিভাইসগুলির জুড়ি মেলা ভার। সেক্ষেত্রে আপনিও কি হালফিলে এরকম একটি টিভি কেনার প্ল্যান করছেন, কিন্তু মাসের শেষ বলে পকেট ঠিক সাথ দিচ্ছে না? তাহলে জানিয়ে রাখি, এখন মাত্র ১,৫০০ টাকা খরচ করলেই আপনি আপনার পুরোনো নন-স্মার্ট টিভিকেও বানিয়ে ফেলতে পারবেন স্মার্ট টিভি! কি, বিশ্বাস হচ্ছে না? ভাবছেন আমরা নিশ্চয়ই কোনো রসিকতা করছি? আজ্ঞে না, একেবারেই তা নয়। আসলে Airtel India বর্তমানে গ্রাহকদের জন্য একটি দারুণ অফার নিয়ে হাজির হয়েছে, যার সুবাদে মাত্র ১,৫০০ টাকা খরচ করলেই নিজেদের পুরোনো টিভিগুলিকে স্মার্ট টিভি বানিয়ে ফেলতে পারবেন ইউজাররা। বলে রাখি, Airtel Digital TV-র একটি বিশেষ প্রোডাক্ট Airtel Xstream Box এই কাজে ব্যবহারকারীদেরকে সাহায্য করবে। সহজে বললে, Xstream Box-এর সাহায্যে ইউজাররা নিজেদের পুরোনো টিভিতে সরাসরি ওটিটি (OTT) কনটেন্ট স্ট্রিম করতে সক্ষম হবেন।

মাত্র ১,৫০০ টাকায় পাওয়া যাচ্ছে Airtel Xstream Box

আপনাদেরকে জানিয়ে রাখি, এয়ারটেল এক্সস্ট্রিম বক্স এই মুহূর্তে মাত্র ১,৫০০ টাকায় পাওয়া যাচ্ছে। যদিও ডিভাইসটির আসল দাম ২,৬৫০ টাকা, তবে বছরের শেষান্তে ইউজারদেরকে খুশি করতে এটিতে বিশেষ ছাড় দিচ্ছে এয়ারটেল। উল্লেখ্য যে, এয়ারটেল ব্ল্যাক (Airtel Black)-এর অধীনে অন্যান্য এয়ারটেল পরিষেবাগুলির সাথেও এটিকে বান্ডেল করা যাবে। এই প্রসঙ্গে বলে রাখি, এয়ারটেল এক্সস্ট্রিম বক্স আদতে একটি সেট-টপ বক্স বা এসটিবি (STB), যার সাহায্যে সোনিলিভ (SonyLIV), অ্যামাজন প্রাইম (Amazon Prime), ইরোস নাও (Eros Now), ডিজনি + হটস্টার (Disney+ Hotstar) সহ আরও একাধিক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম থেকে কনটেন্ট স্ট্রিম করতে পারবেন ইউজাররা।

কোম্পানির ওয়েবসাইট কিংবা নিকটবর্তী রিটেইল স্টোর থেকে কেনা যাবে Airtel Xstream Box

প্রসঙ্গত জানিয়ে রাখি, এক্সস্ট্রিম বক্সের সেরা বৈশিষ্ট্যগুলি হল - ৫,০০০ টিরও বেশি অ্যাপ্লিকেশন, বিল্ট-ইন ক্রোমকাস্ট (Chromecast), ৫০০ টিরও বেশি টিভি চ্যানেল, এবং গুগল অ্যাসিস্ট্যান্ট (Google Assistant) ও অ্যান্ড্রয়েড টিভি ৯ (Android TV 9)-এর সাপোর্ট। এই এসটিবিটির সাহায্যে 4K রেজোলিউশনে কনটেন্ট দেখতে সক্ষম হবেন ইউজাররা। ব্যবহারকারীরা সরাসরি কোম্পানির ওয়েবসাইট থেকে কিংবা নিকটবর্তী কোনো রিটেইল স্টোরে গিয়ে এয়ারটেল এক্সট্রিম বক্স কিনতে পারবেন।

আপনাদেরকে জানিয়ে রাখি, আলোচ্য এসটিবিটির সাথে প্রদত্ত রিমোটটিতে একাধিক ওটিটি প্ল্যাটফর্মের জন্য বেশ কয়েকটি হটকি (hotkeys) মজুত রয়েছে। এর ফলে একদম নির্ঝঞ্ঝাটে ইউজাররা যে-কোনো ওটিটি প্ল্যাটফর্মে নেভিগেট করতে পারবেন। ডিভাইসটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যটি হল, কেবলমাত্র একটি বাটনকে কাজে লাগিয়ে ব্যবহারকারীরা লিনিয়ার টিভি এবং ওটিটি কনটেন্ট উভয়ই দেখতে সক্ষম হবেন। তদুপরি, আরও বেশি ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট দেখতে চাইলে ইউজাররা এক্সট্রিম প্রিমিয়াম সাবস্ক্রিপশনও (Xstream Premium subscription) নিতে পারেন।

Show Full Article
Next Story