JioSpace Fiber: Starlink-এর আগেই স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস এনেছে জিও, কোনটি বেশি ভালো?
সুদীর্ঘ চর্চার পর গত সপ্তাহে IMC 2023 ইভেন্টে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির হাতে ভারতের প্রথম...সুদীর্ঘ চর্চার পর গত সপ্তাহে IMC 2023 ইভেন্টে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির হাতে ভারতের প্রথম স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সার্ভিস JioSpace Fiber চালু হয়েছে। Jio Infocomm Limited-এর এই নতুন পরিষেবার লক্ষ্য ভারতের সেইসব এলাকায় হাই-স্পিড ব্রডব্যান্ডের অ্যাক্সেস পৌঁছে দেওয়া, যেখানে আগে ইন্টারনেটের লভ্যতা সীমিত ছিল বা ছিলইনা। সেক্ষেত্রে বিগত কয়েক বছরে Jio-র কারণে এদেশে যেভাবে ইন্টারনেট পরিষেবা উন্নতির মুখ দেখেছে, তাতে করে স্বাভাবিকভাবেই JioSpace Fiber নিয়ে সরগরম টেকপাড়া। এমনকি বর্তমানে এই দেশীয় স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিসটিকে ইলন মাস্কের বিশ্বখ্যাত Starlink সার্ভিস অর্থাৎ SpaceX স্যাটেলাইট নেটওয়ার্কের সাথেও তুলনা করা হচ্ছে, যার ভারতে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। সুবিধার কথা বললে, দুটি সংস্থার পরিষেবাই একরকম – উভয় নেটওয়ার্কই প্রত্যন্ত এবং অনুন্নত এলাকায় উচ্চ-গতিতে ইন্টারনেট অ্যাক্সেস দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তবে আদতে কিন্তু JioSpace Fiber এবং Starlink-এর মধ্যে কিছু মূল পার্থক্য রয়েছে। আপনি যদি এই পরিষেবাগুলি সম্পর্কে আগ্রহী হন, তাহলে আসুন এখন মুকেশ আম্বানির পরিষেবার থেকে ইলন মাস্কের Starlink থেকে কতটা আলাদা তা বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক।
JioSpace Fiber Vs Starlink: আর্থ অরবিট
কক্ষপথ সম্পর্কে কথা বললে, নতুন জিও স্পেস ফাইবার নেটওয়ার্কটি মিডিয়াম আর্থ অরবিট (MEO) স্যাটেলাইট ব্যবহার করে, যা পৃথিবীর উপরে ২,০০০ থেকে ১২,০০০ কিলোমিটারের মধ্যে অবস্থিত। অন্যদিকে স্টারলিঙ্ক, লো আর্থ অরবিট (LEO) স্যাটেলাইট ব্যবহার করে, যে কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীর উপরে ১৬০ থেকে ২,০০০ কিলোমিটারের মধ্যেই অবস্থান করে। কার্যকারিতার ক্ষেত্রে MEO স্যাটেলাইটগুলি লেটেন্সি, স্পিড এবং কভারেজের মধ্যে ভারসাম্য বজায় রাখে – এগুলি LEO স্যাটেলাইটের চেয়ে বেশি লেটেন্সি এবং শক্তিশালী কভারেজ প্রদান করে, কিন্তু এদের লভ্যতা LEO স্যাটেলাইটের মতো বিশ্বব্যাপী নয়। সামগ্রিকভাবে, জিও স্পেস ফাইবারে ভাল সার্ভিস পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
JioSpace Fiber Vs Starlink: কে বেশি স্পিড দেবে?
এর আগে আমরা বলেছি যে, নতুন জিও স্পেস ফাইবার নেটওয়ার্কে ভালো পরিষেবা পাওয়া যাবে। সেক্ষেত্রে এটি ১০০ এমবিপিএস পর্যন্ত স্পিড অফার করবে বলে আশা করা হচ্ছে, যেখানে স্টারলিঙ্ক ইতিমধ্যেই ১ জিবিপিএস পর্যন্ত স্পিড অফার করে। তবে বলে রাখি, এই নেটওয়ার্ক স্পিডের তারতম্য লোকেশন বা অবস্থান, আবহাওয়া এবং নেটওয়ার্কে বিদ্যমান ব্যবহারকারীর সংখ্যার ওপর নির্ভর করে।
JioSpace Fiber Vs Starlink: কভারেজ
জিও স্পেস ফাইবার নেটওয়ার্ক শুধুমাত্র ভারতে লঞ্চ করা হয়েছে এবং বর্তমানে এটি ভারতের চারটি প্রত্যন্ত স্থানে পাওয়া যাচ্ছে –
১. গির (গুজরাট),
২. কোরবা (ছত্তিসগড়),
৩. নাবরংপুর (ওড়িশা),
৪. ওএনজিসি (ONGC)-জোরহাট (আসাম)।
অন্যদিকে, স্টারলিঙ্ক পরিষেবা মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, নিউজিল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা, এশিয়া, আফ্রিকাসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে উপলব্ধ রয়েছে। আশা করা হচ্ছে যে, আগামী দিনে এটি আরও দেশে ব্যবহার করা যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত দুই বছর ধরে ইলন মাস্ক, ভারতে এই স্যাটেলাইট নেটওয়ার্ক চালু করার পরিকল্পনা করছেন বলে জানা গেছে। এই নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলোচনাও করেছেন। তবে ঠিক কবে এটিও ভারতে পরিষেবা দেবে, সে বিষয়ে এখনও কোনো স্পষ্টতা নেই!
JioSpace Fiber Vs Starlink: খরচ
JioSpace Fiber-এর দাম এখনও প্রকাশ করা হয়নি। তবে কোম্পানি এটি অত্যন্ত সাশ্রয়ী মূল্যে উপলব্ধ করার ঘোষণা দিয়েছে। অন্যদিকে Starlink-এর প্ল্যানগুলির দাম শুরু মাসিক ১২০ ডলার (ভারতীয় মূল্যে ৯,৯৯৪ টাকা) থেকে। এর সেট আপ করার জন্য ৫৯৯ ডলার (প্রায় ৪৯,৮৮৩ টাকা) দিতে হবে।