হাই স্পিড ইন্টারনেট সহ ওটিটি সাবস্ক্রিপশন ও 300 লাইভ চ্যানেল, প্ল্যানের দাম শুরু 554 টাকা থেকে

বর্তমান সময়ে ইন্টারনেট আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। মানুষ দ্রুত ইন্টারনেট ব্যবহারের জন্য মোবাইল ইন্টারনেটের...
techgup 2 Sept 2024 9:44 PM IST

বর্তমান সময়ে ইন্টারনেট আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। মানুষ দ্রুত ইন্টারনেট ব্যবহারের জন্য মোবাইল ইন্টারনেটের পরিবর্তে বেছে নিচ্ছে ব্রডব্যান্ড কানেকশন। আপনিও যদি এই দলে থাকেন তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা Excitel এর এমন তিনটি প্ল্যান সম্পর্কে বলবো, যেগুলি 300+ টিভি চ্যানেল এবং 22+ ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন সহ হাই স্পিড ইন্টারনেট অফার করবে। আর এই প্ল্যানগুলির দামও খুব বেশি নয়।

Excitel এর 400 এমবিপিএস প্ল্যান

এক্সাইটেলের 400 এমবিপিএস ব্রডব্যান্ড প্ল্যানের দাম 734 টাকা। এর ভ্যালিডিটি 30 দিন। এখানে ডিজনি + হটস্টার, জি ফাইভ, সোনি লিভের মতো 18টিরও বেশি OTT অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এছাড়াও স্টারপ্লাস এইচডি, সনি এইচডি, কালারস এইচডি এর মতো 300টিরও বেশি লাইভ টিভি চ্যানেল দেখার সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুন: সাউন্ড নিয়ে কথা হবে না, Redmi আনল 38 ঘন্টা পর্যন্ত চলা তিন তিনটি নতুন TWS ইয়ারবাড

Excitel এর 300 এমবিপিএস স্পিডের ব্রডব্যান্ড প্ল্যান

এক্সাইটেল ব্রডব্যান্ডের এই প্ল্যানের দাম 719 টাকা। এখানে ১৭টি OTT অ্যাপ যেমন প্রাইম ভিডিও, ডিজনি প্লাস হটস্টার, সনিলিভ, জি5, এএলটি বালাজি-র 30 দিন ধরে বিনামূল্যে দেখা যাবে। এর পাশাপাশি 300টি টিভি চ্যানেলও পাওয়া যাবে।

আরও পড়ুন: 8000 টাকার মধ্যে স্মার্টফোন চাই? Tecno Spark Go 1 এর সেল কাল

Excitel এর 200 এমবিপিএস প্ল্যান

এক্সাইটেল ব্রডব্যান্ডের 200 এমবিপিএস প্ল্যানের দাম 554 টাকা। এই কেবল কাটার প্ল্যানে জি টিভি, সোনি এন্টারটেইনমেন্ট, স্টারপ্লাস এবং আরও 300+ লাইভ টিভি চ্যানেল দেখা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন।

Show Full Article
Next Story