Jio vs Airtel vs Vi: রোজ মিলবে 3GB ডেটা, এইগুলি তিনটি কোম্পানির সেরা প্ল্যান, দাম শুরু 219 টাকা থেকে
যতদিন যাচ্ছে, ইন্টারনেট মানুষের জীবনের সাথে ততই অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে যাচ্ছে। গোটা মাসে ১ জিবি মোবাইল ডেটা ব্যবহারের দিন...যতদিন যাচ্ছে, ইন্টারনেট মানুষের জীবনের সাথে ততই অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে যাচ্ছে। গোটা মাসে ১ জিবি মোবাইল ডেটা ব্যবহারের দিন গেছে কবেই, বিগত কয়েক বছরে দৈনিক ১ জিবি ডেটা ব্যবহারের প্রবণতা আর পাঁচটা বিষয়ের মত সাধারণ হয়ে দাঁড়িয়েছে। এখন অধিকাংশেরই প্রয়োজন হচ্ছে আরও বেশি ডেইলি ডেটার। সেক্ষেত্রে আপনারও যদি ডেটা চাহিদা বেশি হয় এবং আপনি এই মুহূর্তে দৈনিক ৩ জিবি ডেইলি ডেটার বেনিফিটযুক্ত কোনো প্ল্যান রিচার্জ করতে চান, তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার অত্যন্ত কাজে আসবে – বিশেষ করে এই IPL মরসুমে। কারণ আজ আমরা Reliance Jio, Bharti Airtel এবং Vodafone Idea বা Vi-এর ডেইলি ৩ জিবি ডেটা অফারকারী কিছু সেরা প্ল্যানের হদিশ দেব। তো আসুন দেখে নিই তালিকা।
এই প্ল্যানগুলি রিচার্জে পাওয়া যাবে দৈনিক ৩ জিবি ডেটা
১. Reliance Jio-র ৩ জিবি ডেটা প্ল্যান: এই সেগমেন্টে জিওর পোর্টফোলিওতে তিনটি প্ল্যান রয়েছে। এই প্ল্যানগুলির দাম শুরু হচ্ছে ২১৯ টাকা থেকে, এই দামের প্ল্যানে ১৪ দিনের বৈধতায় ৩ জিবি ডেটা অতিরিক্ত ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং রোজ ১০০টি করে এসএমএসের সুবিধা পাওয়া যাবে। এক্ষেত্রে যদি ২৮ দিনের জন্য রিচার্জ করতে চান, তাহলে ৩৯৯ টাকার প্ল্যানটি বেছে নিতে পারেন – এতে প্রতিদিন ৩ জিবি ডেটা, অতিরিক্ত ৬ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০টি এসএমএস/রোজ মিলবে। এছাড়াও কোম্পানি ৯৯৯ টাকার একটি প্ল্যান অফার করে, যাতে ৩ জিবি ডেইলি ডেটার সাথে অতিরিক্ত ৪০ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস ব্যবহার করা যায়; এর বৈধতা ৮৪ দিন। উল্লেখ্য, এই সমস্ত প্ল্যানগুলিই 'ক্রিকেট প্ল্যান' হিসেবে মাইজিও (My Jio) প্ল্যাটফর্মে উপলব্ধ।
২. Bharti Airtel-র ৩ জিবি ডেটা প্ল্যান: বর্তমানে এয়ারটেলের ঝুলিতে ৩ জিবি ডেইলি ডেটার সুবিধাযুক্ত দুটি প্ল্যান রয়েছে, যাদের দাম যথাক্রমে ৪৯৯ টাকা এবং ৬৯৯ টাকা। এই প্ল্যানদুটিতে আনলিমিটেড ভয়েস কলিং, এসএমএস এবং ওটিটি (OTT) বেনিফিট (যেমন Disney+Hotstar, Amazon Prime)-এর সাথে Xtreme অ্যাপ, Apollo 24×7, ফ্রি হ্যালোটিউনসের অ্যাক্সেস পাওয়া যায়৷ এর মধ্যে প্রথম প্ল্যানটির ভ্যালিডিটি ২৮ দিন, যেখানে দ্বিতীয়টিতে ৫৬ দিনের বৈধতা পাওয়া যাবে।
৩. Vodafone Idea-র ৩ জিবি ডেটা প্ল্যান: ভোডাফোন আইডিয়ার ৩৫৯ টাকা এবং ৬৯৯ টাকা দামী দুটি প্ল্যান রয়েছে। এগুলি প্রতিদিন ৩ জিবি ডেটার পাশাপাশি ডেটা ডিলাইট (Data Delight)-এর অধীনে ২ জিবি অতিরিক্ত ডেটা, নাইট আনলিমিটেড ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং নির্দিষ্ট এসএমএস বেনিফিট অফার করে।