100 টাকার কমে BSNL এর সেরা পাঁচ রিচার্জ প্ল্যান, 94 টাকায় চলবে 30 দিন

BSNL 100 টাকার কমে একাধিক প্ল্যান অফার করে থাকে। আর এর মধ্যে একটি রিচার্জ প্ল্যানে 22 দিন পর্যন্ত ভ্যালিডিটিও পাওয়া যাবে।

Julai Mondal 2 Dec 2024 11:35 PM IST

BSNL তাদের গ্রাহকদের কম দামে দুর্দান্ত সুবিধা দিয়ে থাকে। এই কারণে বর্তমানে অনেক বেসরকারি টেলিকম কোম্পানির গ্রাহক এই সরকার মালিকানাধীন টেলিকম অপারেটরের হাত ধরেছে। আপনি জেনে অবাক হবেন যে, এই মুহূর্তেও BSNL 100 টাকার কমে একাধিক প্ল্যান অফার করে থাকে। আর এর মধ্যে একটি রিচার্জ প্ল্যানে 22 দিন পর্যন্ত ভ্যালিডিটিও পাওয়া যাবে। এর পাশাপাশি কল, ডেটার সুবিধাও মিলবে। আসুন বিএসএনএলের 100 টাকার কমে সবচেয়ে সস্তা কম্বো প্রিপেড প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।

BSNL এর 97 টাকার প্ল্যান

এখানে বিএসএনএল 15 দিনের বৈধতা সহ মোট 2GB ডেটা দেয়। এই ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে 40Kbps হয়ে যাবে। এর পাশাপাশি যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিংয়ের সুবিধাও রয়েছে।

BSNL এর 98 টাকার প্রিপেড প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটি 18 দিন। এই প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা সহ মোট 36GB ডেটা দেওয়া হয়। যদিও এখানে আনলিমিটেড কলিংয়ের কোনো সুবিধা নেই।

BSNL এর 99 টাকার প্ল্যান

100 টাকার কমে বিএসএনএল এর এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 17 দিন। এখানে গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। তবে কোনো ডেটা সুবিধা এখানে নেই।

BSNL এর 94 টাকার প্ল্যান

বিএসএনএলের এই প্ল্যানে 30 দিনের জন্য মোট 3GB ডেটা পাওয়া যাবে। সাথে লোকাল ও ন্যাশনাল কলের জন্য 200 মিনিট দেওয়া হয়। যারা ডেটা এবং কলিংয়ের সুবিধা এক সাথে পেতে চান তাদের জন্য এই প্ল্যানটি একটি দুর্দান্ত বিকল্প।

BSNL এর 58 টাকার প্ল্যান

বিএসএনএল গ্রাহকরা মাত্র 58 টাকা খরচ করে 7 দিনের জন্য ইন্টারনেট ব্যবহার করতে পারেন। এখানে মোট 2GB ডেটা দেওয়া হয়। এই ডেটা লিমিট শেষ হয়ে গেলে স্পিড কমে 40 কেবিপিএস হয়ে যাবে।

Show Full Article
Next Story