পুরো ১৩ মাসের বৈধতায় ফ্রি ডেটা ও কলিংয়ের সুবিধা, Jio-Airtel দের ঘুম ওড়াবে এই BSNL প্ল্যান
টেলিকম বাজারে নিজের হারানো জনপ্রিয়তা ফিরে পেতে এবং ব্যবসায়িক উন্নতির উদ্দেশ্যে সরকারি সংস্থা BSNL বা Bharat Sanchar...টেলিকম বাজারে নিজের হারানো জনপ্রিয়তা ফিরে পেতে এবং ব্যবসায়িক উন্নতির উদ্দেশ্যে সরকারি সংস্থা BSNL বা Bharat Sanchar Nigam Limited নানাবিধ পদক্ষেপ নিচ্ছে, যার মধ্যে একটি হল সস্তায় প্রচুর সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান সরবরাহ করা। হ্যাঁ, এই মুহূর্তে BSNL গ্রাহকদের চাহিদা অনুযায়ী অনেক ধরনের রিচার্জ প্ল্যান অফার করে, যাদের খরচ Jio এবং Airtel-এর প্ল্যানগুলির চেয়ে কম। আবার রাষ্ট্রায়ত্ত টেলকোর পোর্টফোলিওতে এমনও কিছু বিকল্প রয়েছে যাতে এক বছরেরও বেশি বৈধতার মত সুবিধাও মেলে; এদের গড় বা মাসিক খরচ ৩০০ টাকারও কম। সেক্ষেত্রে আজ আমরা আপনাকে এমন কিছু দীর্ঘমেয়াদী BSNL প্ল্যানের কথা বলব, যেগুলি রিচার্জ করলে আপনাদের বেশ ফায়দা হবে।
BSNL-এর এই প্ল্যানগুলি রিচার্জ করলে প্রচুর সাশ্রয় হবে
১. ২,৯৯৯ টাকার BSNL প্ল্যান: আমাদের তালিকার এই প্রথম প্ল্যানটিতে পুরো ৩৯৫ দিন মানে ১৩ মাসের ভ্যালিডিটি পাওয়া যায়। মানে এর গড় মাসিক খরচ ২৩১ টাকার কাছাকাছি। সেক্ষেত্রে এতে আনলিমিটেড ভয়েস কলিং, রোজ ১০০টি করে এসএমএসের সাথে থাকে প্রতিদিন ২ জিবি ডেটা ব্যবহারের সুবিধা। এছাড়াও বিএসএনএল এই প্ল্যানে অতিরিক্ত ৭৫ জিবি ডেটা দেয়। এখানেই শেষ নয়, রিচার্জকারীরা এতে পিআরবিটি (PRBT) এবং এরোস নাও (Eros Now)-এর মাসিক সাবস্ক্রিপশন পাবেন।
২. ২,৩৯৯ টাকার BSNL প্ল্যান: এই প্ল্যানটির বৈধতা ৩৬৫ দিন অর্থাৎ পুরো এক বছর, হিসেবে অনুযায়ী এর গড় খরচ প্রায় ২০০ টাকা/প্রতি মাস। সুবিধা বলতে এতে আপনারা প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০টি করে এসএমএস/রোজ পাবেন। সাথে মিলবে ৭৪ জিবি অতিরিক্ত ডেটা।
৩. ১,১৯৮ টাকার BSNL প্ল্যান: যারা কম ডেটা ব্যবহার করেন বা বিএসএনএলকে সেকেন্ডারি সিম হিসেবে রিচার্জ করতে চান, তাদের জন্য এই প্ল্যানটি আদর্শ। কারণ এতে আপনারা ৩ জিবি মাসিক ডেটা, ৩০০ কলিং মিনিট এবং ৩০টি এসএমএস পাবেন; এর বৈধতা ৩৬৫ দিন। মানে এই প্ল্যানটি বেছে নিলে বিএসএনএল সিম সচল রাখতে আপনার মাসে ৯৯.৮৩ টাকা (১০০ টাকারও কম) খরচ হবে।