নতুন বছরে Jio, Airtel ও Vi -এর সেরা প্ল্যান, এক রিচার্জে সারাবছর কলিং ও ইন্টারনেট ডেটা
বারংবার রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পেতে যারা হালফিলে কোনো দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যানের সন্ধান করছেন, তাদের জন্যই...বারংবার রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পেতে যারা হালফিলে কোনো দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যানের সন্ধান করছেন, তাদের জন্যই আমাদের আজকের এই প্রতিবেদন। আজ আমরা দেশের শীর্ষস্থানীয় তিনটি বেসরকারি টেলিকম কোম্পানি Reliance Jio, Bharti Airtel এবং Vodafone Idea বা Vi-এর পোর্টফোলিওর অন্তর্গত সেরা কয়েকটি লম্বা মেয়াদের প্রিপেইড রিচার্জ প্ল্যানের কথা আপনাদেরকে জানাতে চলেছি। সংস্থাত্রয়ের এই প্ল্যানগুলিতে দীর্ঘদিনের লম্বা ভ্যালিডিটির পাশাপাশি আনলিমিটেড ভয়েস কল, এসএমএস, ডেটা সহ বেশ কিছু এক্সট্রা বেনিফিটও পাওয়া যাবে। আসুন, প্ল্যানগুলির সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
Reliance Jio
যারা রিলায়েন্স জিও-র সিম ব্যবহার করেন, তারা মোট ৪টি দীর্ঘমেয়াদী প্ল্যান রিচার্জ করার বিকল্প পাবেন। সংস্থার ২,০২৩ টাকার প্ল্যানে প্রতিদিন ২.৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং রোজ ১০০ টি করে এসএমএস খরচের সুযোগ পাওয়া যায়। আসন্ন নতুন বছর উপলক্ষে সম্প্রতি চালু হওয়া এই প্ল্যানটির মেয়াদ ২৫২ দিন। আবার, এর থেকে বেশি ভ্যালিডিটি চাইলে ইউজারদের ২,৫৪৫ টাকার প্ল্যানটি রিচার্জ করতে হবে, যেটি ৩৩৬ দিনের বৈধতা সহ আসে। এতে রয়েছে অফুরন্ত ভয়েস কল, রোজ ১০০ টি করে এসএমএস, এবং দৈনিক ১.৫ জিবি করে ডেটা ব্যবহারের সুবিধা।
এছাড়া, জিও-র ২,৮৭৯ টাকার বার্ষিক প্ল্যানে (অর্থাৎ ৩৬৫ দিনের মেয়াদে) আনলিমিটেড ভয়েস কল, দৈনিক ১০০ টি এসএমএসের পাশাপাশি প্রতিদিন ২ জিবি করে ডেটা খরচের সুযোগ মিলবে। আবার, কোম্পানির ২,৯৯৯ টাকার প্ল্যানটি ৩৬৫ দিনের বৈধতা সহ আসে। এতে রয়েছে অফুরন্ত ভয়েস কল, রোজ ১০০ টি করে এসএমএস, এবং দৈনিক ২.৫ জিবি করে ডেটা ব্যবহারের সুবিধা। তবে নতুন বছরের আগমনের উপলক্ষ্যে বর্তমানে এই প্ল্যানটি রিচার্জ করলে অতিরিক্ত ২৩ দিনের ভ্যালিডিটি এবং ৭৫ জিবি হাই-স্পিড ডেটা পাবেন ব্যবহারকারীরা। উল্লেখ্য যে, উপরিউক্ত প্রতিটি প্ল্যানেই এক্সট্রা বেনিফিট হিসেবে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর মতো অ্যাপগুলি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের ছাড়পত্র পাওয়া যাবে।
Bharti Airtel
এয়ারটেলের সবচেয়ে কমদামি দীর্ঘমেয়াদী প্ল্যানের দাম ১,৭৯৯ টাকা, যাতে মোট ২৪ জিবি ডেটা, ৩৬৫ দিনের বৈধতা, মোট ৩,৬০০ টি এসএমএস এবং যে-কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাওয়া যায়। অন্যদিকে, সংস্থার ২,৯৯৯ টাকার প্ল্যানে ৩৬৫ দিনের মেয়াদে দৈনিক ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং সহ প্রতিদিন ১০০ টি এসএমএসের সুবিধা দেওয়া হয়েছে। উপরন্তু, উপরিউক্ত দুটি প্ল্যানেই এক্সট্রা বেনিফিট হিসেবে ফ্রি Hello Tunes, Wynk Music-এর অ্যাক্সেস, FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাক, এবং ৩ মাসের জন্য Apollo 24/7 Circle-এর অ্যাক্সেস পাওয়া যাবে।
এদিকে, কোম্পানির সবচেয়ে ব্যয়বহুল দীর্ঘমেয়াদী প্ল্যানটির দাম ৩,৩৫৯ টাকা, যাতে রোজ ১০০ টি এসএমএস, আনলিমিটেড ভয়েস কলিং সহ প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাওয়া যায়। আবার ওটিটি বেনিফিটের কথা বললে, এই প্ল্যানে ১ বছরের জন্য Amazon Prime Video Mobile Edition-এর ফ্রি সাবস্ক্রিপশন, Wynk Music-এর অ্যাক্সেস, ১ বছরের জন্য Disney+ Hotstar Mobile-এর ফ্রি সাবস্ক্রিপশন (যার মূল্য ৪৯৯ টাকা), FASTag-এ ১০০ টাকা ক্যাশব্যাক, ৩ মাসের জন্য Apollo 24/7 Circle-এর অ্যাক্সেস এবং ফ্রি Hello Tunes-এর সুবিধাও মজুত রয়েছে।
Vodafone Idea (Vi)
ভিআই-এর পোর্টফোলিওতেও একাধিক বার্ষিক রিচার্জ প্ল্যান মজুত রয়েছে। সংস্থার সবচেয়ে সস্তা দীর্ঘমেয়াদী প্ল্যানটির দাম ১,৭৯৯ টাকা, যাতে ৩৬৫ দিনের মেয়াদে মোট ২৪ জিবি ডেটা, ৩৬০০ টি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। তদুপরি, এক্সট্রা বেনিফিট হিসেবে Vi Movies & TV অ্যাপের বেসিক অ্যাক্সেস মিলবে।
আবার, কোম্পানির ২,৮৯৯ টাকার প্ল্যানে ৩৬৫ দিনের মেয়াদে আনলিমিটেড ভয়েস কল, রোজ ১০০ টি এসএমএস সহ প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা খরচের সুযোগ রয়েছে। তদুপরি, বর্তমানে এই প্ল্যানটি রিচার্জ করলে অতিরিক্ত ৭৫ জিবি ডেটা ফ্রি পাবেন ইউজাররা। এছাড়া এক্সট্রা বেনিফিট হিসেবে, এই প্ল্যানে ডেটা ডিলাইটস (প্রতি মাসে ২ জিবি ডেটা ব্যাকআপ), উইকএন্ড ডেটা রোলওভার (সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দৈনিক ডেটা লিমিটের মধ্যে থেকে পড়ে থাকা অবশিষ্ট ডেটা ব্যবহার করা যাবে শনিবার এবং রবিবার), বিঞ্জ অল নাইট ডেটা (রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত নিখরচায় ইন্টারনেট ব্যবহারের সুবিধা), এবং Vi Movies & TV অ্যাপের অ্যাক্সেস পাওয়া যাবে।
অন্যদিকে, সংস্থার ২,৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে ৩৬৫ দিনের মেয়াদে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০ টি করে এসএমএস সহ মোট ৮৫০ জিবি ডেটা খরচের সুযোগ দেওয়া হয়েছে। ফলে যারা ডেইলি ডেটা প্ল্যান পছন্দ করেন না, তাদের জন্য এটি এককথায় আদর্শ। তদুপরি অন্যান্য বেনিফিট হিসেবে, এই প্ল্যানে বিঞ্জ অল নাইট ডেটা এবং Vi Movies & TV-এর অ্যাক্সেস মিলবে। অন্যদিকে, কোম্পানির ৩,০৯৯ টাকার প্রিপেইড প্ল্যানে ৩৬৫ দিনের বৈধতা সহ প্রতিদিন ২ জিবি ডেটা, রোজ ১০০ টি করে এসএমএস খরচ এবং যে-কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা রয়েছে। সেইসাথে অতিরিক্ত ৭৫ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা। তদুপরি, এই প্ল্যান মারফত ১ বছরের জন্য Disney+ Hotstar Mobile-এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এছাড়া, ২,৮৯৯ টাকার প্ল্যানে উপলব্ধ এক্সট্রা বেনিফিটগুলিও এতে মজুত রয়েছে।