এক রিচার্জে 60GB পর্যন্ত ডেটা, আনলিমিটেড কলের সুবিধা: লিমিট ছাড়া পরিষেবা দিচ্ছে এই প্ল্যানগুলি

এখনকার দিনে আমরা ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত চলার কথা ভাবতেও পারিনা। আর যখন খুশি ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে মোবাইল...
Anwesha Nandi 6 Jun 2023 8:10 PM IST

এখনকার দিনে আমরা ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত চলার কথা ভাবতেও পারিনা। আর যখন খুশি ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে মোবাইল ডেটার চেয়ে ভালো বিকল্প আর কিছু হয়না, কারণ স্মার্টফোন আমাদের হাতে সবসময়ই থাকে আর নির্দিষ্ট টাকা রিচার্জ করলেই এর মাধ্যমে ইচ্ছেমতো ইন্টারনেটের অ্যাক্সেস পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি যদি Bharti Airtel-এর গ্রাহক হন এবং কোনো লিমিট ছাড়া ডেটা ব্যবহার করা যাবে এমন প্ল্যান রিচার্জ করতে চান, তাহলে এই প্রতিবেদন আপনারই জন্য। আসলে এমনিতে আমরা সাধারণত বর্তমানে যেসব প্রিপেইড প্ল্যান ব্যবহার করি, সেগুলি দৈনিক ডেটা লিমিট আসে। কিন্তু Airtel, তার গ্রাহকদের জন্য স্বল্পমেয়াদী বাল্ক ডেটাসহ প্রচুর প্রিপেইড প্ল্যানও অফার করে যেগুলিতে কোনোরকম ডেটা লিমিট থাকেনা। এমতাবস্থায় আপনার সুবিধার জন্য আজ আমরা এখানে Airtel-এর সমস্ত স্বল্প-মেয়াদী বাল্ক ডেটা প্রিপেইড প্ল্যানগুলি সম্পর্কে কথা বলব।

Airtel গ্রাহকরা রিচার্জ করুন এই প্ল্যানগুলি, কোনো ডেটা লিমিট থাকবেনা

১. তালিকার প্রথম এয়ারটেল প্ল্যানটির দাম ৪৮৯ টাকা। এই প্ল্যানে ৩০ দিনের বৈধতায় মোট ৫০ জিবি বাল্ক ডেটা পাওয়া যায়। আবার এতে আনলিমিটেড ভয়েস কলিং, ৩০০টি এসএমএস এবং আনলিমিটেড ৫জি (5G) ডেটা অ্যাক্সেস করারও সুযোগ রয়েছে। অতিরিক্ত সুবিধা বলতে এই প্ল্যান রিচার্জ করলে অ্যাপোলো ২৪/৭ সার্কেল (Apollo 24|7 Circle), ফ্রি হ্যালোটিউনস (Hellotunes) এবং উইঙ্ক মিউজিক (Wynk Music) ব্যবহার করার সুযোগ মিলবে।

২. এয়ারটেলের ঝুলিতে ৫০৯ টাকার একটি প্ল্যান আছে যা ৬০ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং ৩০০টি এসএমএস অফার করে। এর বৈধতা ১ মাস এবং এতেও ৪৮৯ টাকার প্ল্যানের যাবতীয় এক্সট্রা বেনিফিট মিলবে।

৩. আপনি চাইলে এয়ারটেলের ২৯৬ টাকার প্ল্যান রিচার্জ করতে পারেন যাতে ৩০ দিনের ভ্যালিডিটি, ২৫ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি এসএমএসের মতো একাধিক সুবিধা পাওয়া যাবে।

৪. আপনার রিচার্জের বাজেট যদি ২০০ টাকার কম হয়, তাহলে আপনি তিনটি বিকল্প কাজে লাগাতে পারবেন। এক্ষেত্রে ১৫৫ টাকার প্ল্যানে ১ জিবি ডেটা, ১৭৯ টাকার প্ল্যানে ২ জিবি ডেটা এবং ১৯৯ টাকার প্ল্যানে ৩ জিবি ডেটা পাওয়া যাবে। আর এই তিন প্ল্যানেই আনলিমিটেড কল, ৩০০টি এসএমএস ইত্যাদি বেনিফিট উপলব্ধ। এছাড়া এগুলি ফ্রি হ্যালোটিউনস এবং উইঙ্ক মিউজিকের অ্যাক্সেস অফার করে।

Show Full Article
Next Story