সস্তায় মোবাইল রিচার্জ করতে চান? এই প্ল্যানগুলিতে 5G অ্যাক্সেসের সাথে পাবেন আরও নানা সুবিধা

মোবাইল ইউজারদের চাহিদার কথা মাথায় রেখে এখন প্রত্যেকটি টেলিকম কোম্পানিই প্রচুর রিচার্জ প্ল্যান অফার করে থাকে। তা সে...
Anwesha Nandi 20 May 2023 8:48 PM IST

মোবাইল ইউজারদের চাহিদার কথা মাথায় রেখে এখন প্রত্যেকটি টেলিকম কোম্পানিই প্রচুর রিচার্জ প্ল্যান অফার করে থাকে। তা সে সরকারি সংস্থা BSNL হোক, বা দেশের শীর্ষস্থানীয় (পড়ুন প্রাইভেট) টেলকো Reliance Jio-ই হোক। আবার দু-দশক ধরে পরিষেবা দিয়ে আসা Bharti Airtel-ও কম যায়না, গ্রাহকদের আকর্ষিত করতে এই সংস্থাটিও অনেক দুর্দান্ত রিচার্জ অপশন অফার করে থাকে। সেক্ষেত্রে আপনি যদি এই সংস্থার সিম ব্যবহার করে থাকেন এবং এই মুহূর্তে আপনার রিচার্জের জন্য প্রয়োজন থাকে সাশ্রয়ী মূল্যে ভালো ডেটা সুবিধাযুক্ত বিকল্পের, তাহলে এই প্রতিবেদন আপনারই জন্য। কারণ এখানে আমরা Airtel-এর কিছু সেরা প্রিপেইড প্ল্যানের হদিশ দেব, যাতে আপনি 5G নেটওয়ার্কের বেনিফিটও উপভোগ করতে পারবেন। তো আসুন ঝটপট দেখে নিই তালিকা।

Airtel গ্রাহকরা রিচার্জ করুন এই প্ল্যানগুলি, পাবেন সেরার সেরা বেনিফিট

১. Airtel-এর ৪৮৯ টাকার প্ল্যান: এটি আদতে ডেটা প্যাক, যার বৈধতা ৩০ দিন। সুবিধা বলতে এতে সারামাসের জন্য ৫০ জিবি ডেটা পাওয়া যায়, আছে আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহারের সুবিধাও। এছাড়া প্ল্যানটি আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি ৩০০টি ফ্রি এসএমএসও পাওয়া যায়। শুধু তাই নয়, এটি উইঙ্ক মিউজিক (Wynk Music), অ্যাপোলো ২৪/৭ সার্কেল (Apollo 24/7 Circle)-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন এবং ফ্রি হ্যালোটিউনের এক্সট্রা বেনিফিটও অফার করে।

২. Airtel-এর ৫০৯ টাকার প্ল্যান: এই প্ল্যানে এক মাসের বৈধতায় ৬০ জিবি ডেটা, আনলিমিটেড ৫জি ডেটা, আনলিমিটেড কলিং এবং মোট ৩০০ ফ্রি এসএমএস পাবেন। এর সাথে উইঙ্ক মিউজিক ও অন্যান্য ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধাও উপলব্ধ।

৩. Airtel-এর ৫১৯ টাকার প্ল্যান: তালিকার এই তৃতীয় প্ল্যানের ভ্যালিডিটি ৬০ দিন। এতে দৈনিক ১.৫ জিবি ডেটার সাথে আনলিমিটেড ৫জি ডেটা, প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যায়। অতিরিক্ত বেনিফিট বলতে আছে উইঙ্ক মিউজিক, অ্যাপোলো ২৪/৭ সার্কেল ইত্যাদির ফ্রি সাবস্ক্রিপশন।

৪. Airtel-এর ৫৪৯ টাকার প্ল্যান: এই প্ল্যানটির বৈধতা ৫৬ দিন এবং এতে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড ৫জি ডেটা, যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল, ১০০টি করে এসএমএস/প্রতিদিন ইত্যাদি সুবিধা পাওয়া যায়। এছাড়া এটিও অন্যান্য তিনটি প্ল্যানের মতো ফ্রি বেনিফিট প্রদান করে।

Show Full Article
Next Story