লম্বা অপেক্ষা কাটিয়ে কলকাতায় চালু হল Airtel 5G Plus, এখন ফ্রিতে মিলবে আনলিমিটেড ডেটা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কলকাতায় লঞ্চ হল Airtel-এর 5G পরিষেবা। গত অক্টোবরে দেশে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক লঞ্চ করার পর...
Anwesha Nandi 22 March 2023 2:24 PM IST

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কলকাতায় লঞ্চ হল Airtel-এর 5G পরিষেবা। গত অক্টোবরে দেশে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক লঞ্চ করার পর থেকে বিভিন্ন শহরে (এমনকি পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায়) পরিষেবা উপলব্ধ করলেও, খাস কলকাতাকেই এই সুবিধা থেকে বঞ্চিত রেখেছিল Bharti Airtel। ফলে স্বাভাবিকভাবেই সংস্থার কলকাতায় বসবাসকারী গ্রাহকরা হাইস্পিড নেটওয়ার্ক ব্যবহার করার আশায় দিন গুনছিলেন। তবে আর ভাবনার প্রয়োজন নেই – কারণ এখন (পড়ুন লঞ্চের পাঁচমাস পর) তিলোত্তমাতেও বিদ্যমান রিচার্জ প্ল্যানে উপভোগ করা যাবে Airtel 5G Plus সার্ভিস।

বর্তমানে পশ্চিমবঙ্গের মোট ২৬টি শহরে উপলব্ধ Airtel 5G Plus

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের হলদিয়া, রানাঘাট, কন্টাই, কৃষ্ণনগর, পুরুলিয়া, বনগাঁ, বাঁকুড়া, রানিগঞ্জ এবং কোলাঘাটের মত জায়গায় লাইভ হয়েছিল এয়ারটেলের ৫জি পরিষেবা বা এয়ারটেল ৫জি প্লাস নেটওয়ার্ক। সেক্ষেত্রে সম্প্রতি কলকাতায় এই বহু প্রতীক্ষিত পরিষেবা উপলব্ধ হওয়ায়, রাজ্যের মোট ২৬টি শহরের এয়ারটেল গ্রাহকরা বর্তমানে এটি ব্যবহার করতে পারবেন।

আনলিমিটেড 5G ডেটা অফার করবে Airtel

এয়ারটেল বলেছে যে, সম্পূর্ণভাবে রোলআউট না হওয়া পর্যন্ত সংস্থার ৫জি পরিষেবা পর্যায়ক্রমে গ্রাহকদের কাছে উপলব্ধ হবে। এক্ষেত্রে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই তারা এয়ারটেল ৫জি প্লাস নেটওয়ার্ক উপভোগ করতে পারবেন, তবে এর জন্য তাদের কমপক্ষে ২৩৯ টাকার রিচার্জ করতে হবে যাতে করে আনলিমিটেড ডেটা ব্যবহারের সুবিধা হাতের মুঠোয় আসবে। এছাড়াও ৫জি সাপোর্টযুক্ত স্মার্টফোন থাকা আবশ্যক!

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে দেশের ২৬৫টিরও বেশি শহরে উপলব্ধ এয়ারটেল ৫জি প্লাস নেটওয়ার্ক। আগামী এক বছর অর্থাৎ ২০২৪ সালের মার্চের মধ্যে সংস্থাটি সমস্ত শহর এবং গ্রামীণ এলাকাগুলিতে কভারেজ পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে।

Show Full Article
Next Story