কোটি কোটি গ্রাহকের জন্য Airtel-এর নিউ ইয়ার অফার! এক OTP-তে প্রতি মাসের রিচার্জে 100 টাকা বাঁচবে

New Year Offer: সপ্তাহ ঘুরলেই নতুন বছর ২০২৪, ফলত অধিকাংশই এখন নানা পরিকল্পনায় মশগুল রয়েছেন। সেক্ষেত্রে এই পরিস্থিতিতে...
Anwesha Nandi 28 Dec 2023 12:11 AM IST

New Year Offer: সপ্তাহ ঘুরলেই নতুন বছর ২০২৪, ফলত অধিকাংশই এখন নানা পরিকল্পনায় মশগুল রয়েছেন। সেক্ষেত্রে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতীয় কাস্টমারদের মুখে হাসি ফোটাতে, Bharti Airtel এবার একটি বিশেষ নিউ ইয়ার অফার ঘোষণা করেছে। এই অফার মূলত কোম্পানির প্রিপেইড কানেকশন থেকে পোস্টপেইড সার্ভিসে ট্রান্সফার হতে ইচ্ছুক গ্রাহকরাই কাজে লাগাতে পারবেন। আর সুবিধা বলতে, Airtel ইউজাররা অফারের দরুন বাড়ি বসে কেবলমাত্র OTP দিয়ে পোস্টপেইডে শিফ্ট করতে পারবেন, সাথে থাকবে প্রতি মাসের বিলে নির্দিষ্ট টাকা বাঁচানোর বিকল্পও। আসুন তবে, দেখে নিই ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি Airtel ঠিক কী অফার দিচ্ছে।

এক OTP-তেই কানেকশন ট্রান্সফার হবে পোস্টপেইডে

আগেই বলেছি এয়ারটেল, তার গ্রাহকদের বিদ্যমান প্রিপেইড নম্বরকে সহজেই পোস্টপেইডে কনভার্ট করার সুবিধা দিচ্ছে। এক্ষেত্রে কোনো এয়ারটেল স্টোরে না গিয়ে (পড়ুন বাড়ি থেকে না বেরিয়েই) কাজটি করা যেতে পারে। এর জন্য আগ্রহী ইউজারকে কোম্পানির সেল্ফ কেয়ার অ্যাপ এয়ারটেল থ্যাঙ্কস (Airtel Thanks) ব্যবহার করে নির্দিষ্ট ডিটেইলস দিতে হবে। বিশদ বিবরণ এন্টারের পর ওটিপি ভেরিফিকেশন করলেই ৩০ মিনিটের মধ্যে কানেকশন প্রিপেইড থেকে পোস্টপেইডে পরিবর্তিত হবে।

৬ মাস পর্যন্ত বিলে পাবেন ছাড়

নিউ ইয়ার অফার হিসেবে এয়ারটেল তার পোস্টপেইড প্ল্যানগুলিতে এখন বিশেষ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে নতুন গ্রাহকরা ১ মাস থেকে ৬ মাসের জন্য রিচার্জ করে মাস পিছু ১০০ টাকা ছাড় পেতে পারেন। সোজা কথায় বললে, পোস্টপেইডে কানেকশন আপগ্রেডের মাধ্যমে বিলে সর্বাধিক ৬০০ টাকা বাঁচানো যাবে।

প্রসঙ্গত উল্লেখ্য, এয়ারটেলের পোস্টপেইড প্ল্যানগুলির দাম শুরু মাত্র ৩৯৯ টাকা থেকে, যেখানে গ্রাহকদের সর্বাধিক ১,৪৯৯ টাকা পর্যন্ত খরচ করতে হবে। আর ফ্যামিলি প্ল্যানের অধীনে কাস্টমাররা একসাথে ৫টি পর্যন্ত কানেকশন লিঙ্ক করতে পারবেন। এই মুহূর্তে কোম্পানি চায় যে, বেশি সংখ্যক ইউজার প্রিপেইডের বদলে তাদের পোস্টপেইড পরিষেবা ব্যবহার করা শুরু করুক এবং সে কারণেই নতুন অফারের সুবিধা দেওয়া হচ্ছে। তাই আপনার যদি পোস্টপেইড পরিষেবা ব্যবহারের ইচ্ছা থাকে, তাহলে তা মিটিয়ে নেওয়ার জন্য এটাই ভালো সুযোগ!

Show Full Article
Next Story