Jio-কে টেক্কা দিতে Airtel-এর নতুন চাল! 299 টাকার প্ল্যানে বাড়ল সুবিধা, এক রিচার্জে পাবেন দেদার ডেটা
ভারতের টেলিকম বাজারে Reliance Jio সবার উপরে অবস্থান করলেও, প্রচুর মানুষ এখনও পুরোনো সার্ভিস প্রোভাইডার Bharti Airtel-এর...ভারতের টেলিকম বাজারে Reliance Jio সবার উপরে অবস্থান করলেও, প্রচুর মানুষ এখনও পুরোনো সার্ভিস প্রোভাইডার Bharti Airtel-এর ওপর ভরসা করেন। দেখতে গেলে Jio-র সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী Airtel-ই। সেক্ষেত্রে আপনি যদি এই দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থার সিম ব্যবহার করে থাকেন, তাহলে আপনার জন্য আজ সুখবর রয়েছে। আসলে অতিসম্প্রতি Airtel-এর ২৯৯ টাকার প্ল্যান একটি আপগ্রেড পেয়েছে, যার কারণে এতে বেশি সুবিধা পাওয়া যাবে।
তাই যদি আপনার বিদ্যমান Airtel প্রিপেইড প্ল্যানের বৈধতা শেষ হওয়ার পথে থাকে, অথবা আপনি এই মুহূর্তে নতুন রিচার্জ করার পরিকল্পনা করেন, তাহলে এই আপগ্রেডেশন আপনার দারুণ কাজে আসবে৷ ঠিক কী অতিরিক্ত সুবিধা মিলবে ২৯৯ টাকার Airtel প্ল্যানে? আসুন বিশদে জেনে নিই।
Airtel-এর ২৯৯ টাকার প্ল্যানের সুবিধা
এয়ারটেলের অনলাইন ওয়েবসাইট অনুযায়ী, সংস্থাটি উল্লিখিত প্ল্যানের সাথে উপলব্ধ ডেটার সুবিধা বাড়িয়েছে। এতদিন পর্যন্ত এয়ারটেলের ২৯৯ টাকার প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাওয়া যেত। তবে কোম্পানির আপগ্রেডের কারণে এখন এটি রিচার্জ করলে ২ জিবি করে ডেটা/রোজ পাওয়া যাবে। অর্থাৎ আপনি ১৪ জিবি অতিরিক্ত ডেটা কাজে লাগানোর সুযোগ পাবেন।
এছাড়া এয়ারটেলের এই প্ল্যানের সাথে থাকবে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল করা এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস ব্যবহারের অপশন। এর বৈধতা ২৮ দিন।
আছে অতিরিক্ত বেনিফিটও
যাবতীয় সাধারণ বেনিফিট ছাড়াও এয়ারটেলের ২৯৯ টাকার প্ল্যানে ট্রুলি আনলিমিটেড ৫জি (Truly Unlimited 5G) ডেটা, Apollo 24|7 Circle-এর ৩ মাসের ফ্রি মেম্বারশিপ, Wynk Music-এর ফ্রি সাবস্ক্রিপশন এবং বিনামূল্যে HelloTunes ব্যবহারের সুবিধা আছে। তাই কম খরচে গাদাগুচ্ছের সুবিধা পেতে চাইলে এই প্ল্যান রিচার্জ করতেই পারেন!