স্বস্তির খবর Vodafone Idea-র জন্য, ব্যাঙ্ক গ্যারান্টি ফি মুকুবের পথে DoT
Vi DoT Waiving Bank Guarantees - রিপোর্টে বলা হয়েছে, 'যেহেতু ২০২৪ সালের স্পেকট্রাম নিলামে ব্যাঙ্ক গ্যারান্টি ফি লাগেনি এবং এই নিয়ম ২০২১ সালে ঘোষণা করা হয়েছিল, তাই ডিপার্টমেন্ট অফ টেলিকম ফি মুকুবের পক্ষে সায় দিয়েছে'।
স্বস্তি পেতে চলছে ভোডাফোন আইডিয়া বা ভিআই। ডিপার্টমেন্ট অফ টেলিকম (DoT) টেলিকম অপারেটরটির মোটা অঙ্কের টাকা মুকুব করতে পারে বলে খবর। রিপোর্ট অনুযায়ী, ডিপার্টমেন্ট অফ টেলিকম ২০২২ সাল পর্যন্ত স্পেকট্রাম কেনার ব্যাঙ্ক গ্যারান্টি (BGs) ফি মুকুব করে দিতে চলেছে। এরফলে ভোডাফোন আইডিয়াকে আগামী মাসে আর ব্যাঙ্ক গ্যারান্টি ফি বাবদ ২৭,০০০ কোটি টাকা দিতে হবে না। মানিকন্ট্রোল তাদের রিপোর্টে বলেছে, ইতিমধ্যেই ডিপার্টমেন্ট অফ টেলিকম এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলে তাদেরকে কয়েকজন জানিয়েছে।
এর আগে শোনা গিয়েছিল যে, বেশ কয়েকটি বিষয় নিয়ে ডিপার্টমেন্ট অফ টেলিকম ও টেলিকম ইন্ড্রাস্ট্রির কর্মকর্তাদের মধ্যে কথাবার্তা চলছে। এর মধ্যে ব্যাঙ্ক গ্যারান্টি ফি অন্যতম। এটি ছাড়াও কথাবার্তায় আরও কয়েকটি সমস্যার সমাধান হয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। উল্লেখ্য ২০২১ সালে নতুন নিয়ম হয়েছিল যে ২০২৪ অকশন থেকে ব্যাঙ্ক গ্যারান্টি ফি আর লাগবে না। যদিও টেলিকম ইন্ড্রাস্ট্রির কর্মকর্তারা চাইছিল আগের স্পেকট্রাম নিলাম থেকে ফি মুকুব করতে।
রিপোর্টে বলা হয়েছে, 'যেহেতু ২০২৪ সালের স্পেকট্রাম নিলামে ব্যাঙ্ক গ্যারান্টি ফি লাগেনি এবং এই নিয়ম ২০২১ সালে ঘোষণা করা হয়েছিল, তাই ডিপার্টমেন্ট অফ টেলিকম ফি মুকুবের পক্ষে সায় দিয়েছে'।
রিপোর্ট মানিকন্ট্রোল আরও লিখেছে যে,' টেলিকম সংস্থা ও ইন্ড্রাস্ট্রির চাহিদার কারণে আরও কিছু সমস্যার সমাধান করতে উদ্যোগী হয়েছে ডিপার্টমেন্ট অফ টেলিকম। ইতিমধ্যেই তারা এরজন্য কাজ শুরু করেছে'। সূত্র মারফত তারা এই খবর জানতে পেরেছে।
এর আগে টেলিকম সংস্থাগুলির সহযোগী সংগঠন সেলুলার অপারেটর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা সিওএআই ২০২২ এর আগের স্পেকট্রাম নিলামের ব্যাঙ্ক গ্যারান্টি মুকুব করার দাবি জানিয়েছিল। তারা বলেছিল, এর ফলে টেলিকম সংস্থাগুলি অন্য খরচ কমিয়ে নেটওয়ার্কে অর্থ বিনিয়োগ করতে পারবে। যেহেতু আগামী নিলামগুলিতে ব্যাঙ্ক গ্যারান্টি ফি নেওয়া হবে না, তাই আগের ফি এখন নেওয়ার কোনো অর্থ হয় না।
Vi DoT Waiving Bank Guarantees - রিপোর্টে বলা হয়েছে, 'যেহেতু ২০২৪ সালের স্পেকট্রাম নিলামে ব্যাঙ্ক গ্যারান্টি ফি লাগেনি এবং এই নিয়ম ২০২১ সালে ঘোষণা করা হয়েছিল, তাই ডিপার্টমেন্ট অফ টেলিকম ফি মুকুবের পক্ষে সায় দিয়েছে'।