BSNL 4G: ঠিক করে কাজ করছে না বিএসএনএল নেটওয়ার্ক, 4G-র জন্য করুন এই কাজ

আপনি যদি বিএসএনএল সিম ব্যবহার করে থাকেন এবং নেটওয়ার্ক সমস্যায় পড়েন, তাহলে এই প্রতিবেদনে আমরা স্মার্টফোনের একটি সেটিংস পরিবর্তন করার কথা বলবো।

Puja Mondal 14 Dec 2024 1:41 PM IST

জুলাইয়ে বেসরকারি সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পর লক্ষ লক্ষ গ্রাহক হারিয়েছে। আর সংস্থাগুলি গ্রাহক হারানোয় লাভবান হয়েছে সরকারি টেলিকম সংস্থা BSNL। সস্তা রিচার্জ প্ল্যানের জন্য জুলাইয়ের পর থেকে 55 লক্ষ গ্রাহক বিএসএনএলের সাথে যুক্ত হয়েছেন। আপনিও যদি জিও, এয়ারটেল বা ভিআই থেকে সদ্য বিএসএনএল নেটওয়ার্কে পোর্ট হয়ে এসে থাকেন, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য।

আসলে BSNL গ্রাহকদের প্রচুর সস্তা রিচার্জ প্ল্যান অফার করে, যদিও খারাপ নেটওয়ার্কের কারণে অনেকেই এই কম দামী রিচার্জ প্ল্যানের সুবিধা নিতে পারেন না। তবে গ্রাহক সংখ্যা বাড়ায় 4G টাওয়ার বসানোর কাজ ত্বরান্বিত করেছে সংস্থাটি। সরকারি টেলিকম অপারেটরটি 40 টিরও বেশি স্থানে 4G টাওয়ার বসিয়েছে।

আপনি যদি বিএসএনএল সিম ব্যবহার করে থাকেন এবং নেটওয়ার্ক সমস্যায় পড়েন, তাহলে এই প্রতিবেদনে আমরা স্মার্টফোনের একটি সেটিংস পরিবর্তন করার কথা বলবো। যারপর আপনি উচ্চ-গতির ইন্টারনেট ডেটা উপভোগ করতে পারবেন। আসুন কীভাবে বিএসএনএল সিমে 4G কানেক্টিভিটি সক্রিয় করতে হবে জেনে নেওয়া যাক।

BSNL 4G এভাবে সক্রিয় করুন

1. বিএসএনএল 4G এনাবল করার জন্য প্রথমে আপনার ফোনের সেটিংসে যেতে হবে।

2. এবার 'ইন্টারনেট ও নেটওয়ার্ক' অপশনে ক্লিক করতে হবে।

3. পরবর্তী ধাপে 'সিম কার্ড' অপশনটি সিলেক্ট করতে হবে।

4. সিম কার্ড অপশনে BSNL 4G, LTE-র মতো অপশন দেখতে পাবেন। এখানে LTE অপশন সিলেক্ট করতে হবে।

5. এরপর 4G কানেক্টিভিটি এনাবল জন্য স্মার্টফোনটি একবার রিস্টার্ট করুন।

BSNL-এ যুক্ত হয়েছে 55 লাখ নতুন গ্রাহক

রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভিআই জুলাই মাসে তাদের রিচার্জ প্ল্যানের দাম ২৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। ব্যয়বহুল রিচার্জ প্ল্যান থেকে বাঁচতে লক্ষ লক্ষ গ্রাহক বিএসএনএলের নেটওয়ার্কে পোর্ট হয়ে এসেছে। সম্প্রতি, বিএসএনএল মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স-এ টুইট করে জানিয়েছে যে, রিচার্জ প্ল্যানের দাম বাড়ার পর থেকে 55 লক্ষেরও বেশি নতুন গ্রাহক সংস্থার সাথে যুক্ত হয়েছে।

Show Full Article
Next Story