BSNL এর 4G লঞ্চের আগেই দুঃসংবাদ, এই কারণে সব ফোনে নেটওয়ার্ক নাও পাওয়া যেতে পারে

BSNL দেশজুড়ে শিঘ্রই 4G পরিষেবা চালু করতে চলেছে। ইতিমধ্যেই অনেক টেলিকম সার্কেল এবং বড় শহরগুলির মোবাইল টাওয়ার 4G-তে আপগ্রেড করেছে তারা। জানা গেছে সরকারি টেলিকম…

bsnl 4g may not support on your smartphone due to spectrum band issue

BSNL দেশজুড়ে শিঘ্রই 4G পরিষেবা চালু করতে চলেছে। ইতিমধ্যেই অনেক টেলিকম সার্কেল এবং বড় শহরগুলির মোবাইল টাওয়ার 4G-তে আপগ্রেড করেছে তারা। জানা গেছে সরকারি টেলিকম সংস্থাটি সারা দেশে 4G পরিষেবা দেওয়ার জন্য 1 লক্ষ মোবাইল টাওয়ার ইনস্টল করার পরিকল্পনা করেছে। আর এই মাস শেষ হওয়ার আগেই BSNL চাইছে 75 হাজার টাওয়ার ইনস্টল করতে। তবে দেশজুড়ে 4G পরিষেবা চালু হলেও, অনেক BSNL গ্রাহক তা ব্যবহার করতে পারবে না। কিন্তু কেন? আসুন জেনে নেওয়া যাক।

সব ফোনে ব্যবহার করা যাবে না BSNL এর 4G পরিষেবা

আসলে টেলিকমিউনিকেশন বিভাগ BSNL কে 4G পরিষেবার জন্য দুটি স্পেকট্রাম ব্যান্ড – 700 মেগাহার্টজ এবং 2100 মেগাহার্টজ বরাদ্দ করেছে। সরকারি টেলিকম সংস্থাটি শুরুতে এই দুটি স্পেকট্রাম ব্যান্ড ব্যবহার করে 4G পরিষেবা লঞ্চ করবে।

আরও পড়ুন : Xiaomi 14T: শাওমির নতুন চমক, Leica ক্যামেরার দুর্ধর্ষ ফোন আসছে 26 সেপ্টেম্বর

তবে, 2100 মেগাহার্টজ ব্যান্ডের ক্যাপাসিটি সীমিত। তাই গ্রাহকদের নেটওয়ার্ক পেতে সমস্যা হতে পারে। অন্যদিকে মেগাহার্টজ ব্যান্ডের কথা বললে, একে BSNL এর 5G পরিষেবার জন্য বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি এটি 4G পরিষেবাও দেবে।

তবে মোবাইল ডিভাইস ইকোসিস্টেম এইমুহুর্তে 700 মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড ব্যবহার করে 4G ও 5G পরিষেবা দিতে সক্ষম নয়। এই কারণে Reliance Jio-র দখলে 700 মেগাহার্টজ ব্যান্ড থাকলেও তারা 5G পরিষেবার জন্য এটি ব্যবহার করেনি।

আরও পড়ুন : 1 টাকায় দিনে এক্সট্রা 1 জিবি ডেটা, Jio গ্রাহকদের 448 নাকি 449 টাকার প্ল্যানে লাভ বেশি

যদিও টেলিকমিউনিকেশন বিভাগ 700 মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ডের সীমাবদ্ধতা সম্পর্কে অবগত। তাই তারা ইতিমধ্যেই মোবাইল ডিভাইস নির্মাতাদের 4G ডিভাইসে BSNL এর 700 মেগাহার্টজ বা বি28 ব্যান্ড সাপোর্ট করবে কিনা তা নিশ্চিত করতে বলেছে। পাশাপাশি যাদের ডিভাইসে এই ব্যান্ড সাপোর্ট করবে না, তাদের উপযুক্ত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে।

এরফলে স্পষ্ট যে, যেসব BSNL গ্রাহক পুরানো 4G ফোন ব্যবহার করেন তারা সংস্থার 4G পরিষেবা নাও‌ পেতে পারেন। এরজন্য একটি 5G স্মার্টফোনের প্রয়োজন হতে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন