BSNL 4G Network

গ্রামাঞ্চলে সুপার ফাস্ট ৪জি পরিষেবা দেবে বিএসএনএল, চাপের মুখে জিও, এয়ারটেল ও ভিআই

BSNL 4G Network - বিএসএনএল জানিয়েছে যে, তারা আগামী বছরের জুনের মধ্যে ১ লক্ষ ৪জি মোবাইল টাওয়ার বসানোর লক্ষ্য নিয়েছে। এরপর দেশজুড়ে উন্নত ৪জি পরিষেবা চালু করবে সংস্থাটি।

Puja Mondal 4 Nov 2024 11:24 AM IST

ট্রায়ালে সারা দেশে সুপার ফাস্ট ৪জি কানেক্টিভিটি দিয়ে রেকর্ড গড়লো ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL)। সংস্থাটি কয়েকদিন আগে মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ জানিয়েছিল যে, তারা সফলভাবে ৫০,০০০ ৪জি টাওয়ার ইনস্টল করে ফেলেছে। এরমধ্যে ৪১,০০০ ৪জি টাওয়ার কাজ করতে শুরু করেছে। পাশাপাশি বিএসএনএল নিশ্চিত করেছে যে তারা ৫,০০০ টাওয়ার এমন জায়গায় বসিয়েছে যেখানে আগে কোনো মোবাইল নেটওয়ার্ক ছিল না। অর্থাৎ এইসব এলাকায় জিও, এয়ারটেল, ভিআই এর কোনো নেটওয়ার্ক নেই।

Jio, Airtel -দের চমকে দিচ্ছে BSNL

ভারতের মোবাইল নেটওয়ার্ক কানেক্টিভিটির কথা বললে, দেশের ৯৫ শতাংশ অঞ্চলে সিগন্যাল পাওয়া যায়। অর্থাৎ ৫ শতাংশ অঞ্চলে কোনো নেটওয়ার্ক কানেক্টিভিটি নেই। তবে বিএসএনএল দূরবর্তী সেইসব অঞ্চলেও টাওয়ার বসিয়ে ৪জি নেটওয়ার্কের ট্রায়াল সফলভাবে শেষ করেছে। স্বাভাবিকভাবেই সরকার মালিকানাধীন টেলিকম সংস্থাটির এই কর্মকান্ডে চমকে গেছে জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া।

বিএসএনএল জানিয়েছে যে, তারা আগামী বছরের জুনের মধ্যে ১ লক্ষ ৪জি মোবাইল টাওয়ার বসানোর লক্ষ্য নিয়েছে। এরপর দেশজুড়ে উন্নত ৪জি পরিষেবা চালু করবে সংস্থাটি। এরফলে জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার অনেক গ্রাহক বিএসএনএল-এ চলে আসতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ সম্প্রতি বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম অনেকটাই বাড়িয়েছে। এমত পরিস্থিতিতে গ্রাহকরা সস্তায় উন্নত পরিষেবা অফারকারী বিকল্প খুঁজেছে। তার প্রমাণ আমরা গত জুলাই ও আগস্ট মাসে পেয়ে গেছি। যেখানে এই দুই মাসে প্রায় ৫৫ লক্ষ নতুন গ্রাহক পেয়েছে বিএসএনএল। উল্টোদিকে রিলায়েন্স জিও এই দুই মাসে প্রায় ৪০ লক্ষ গ্রাহক হারিয়েছে।

জানিয়ে রাখি, বিএসএনএল ৪জি নেটওয়ার্কের পাশাপাশি ৫জি নেটওয়ার্ক লঞ্চ করার জন্যেও কাজ শুরু করেছে। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ইতিমধ্যেই নিশ্চিত করেছেন যে, সংস্থার ৪জি টাওয়ারগুলিকে ৫জিতে রুপান্তর করা যাবে। ফলে আগামী বছরের শেষের দিকে গ্রাহকরা ৫জি পরিষেবা পেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। আর যেহেতু বিএসএনএল ইন্ডিয়া মোবাইল কংগ্রেস আশ্বস্ত করেছে যে, তারা রিচার্জ প্ল্যানের দাম বাড়াবে না। তাই সংস্থাটি জিও, এয়ারটেলদের কঠিন প্রতিদ্বন্দ্বীতার মুখে ফেলে দেবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

Show Full Article
Next Story