ব্রেকিং: অক্টোবরে চালু হচ্ছে BSNL 4G পরিষেবা, সস্তা রিচার্জ প্ল্যানে মাত দেবে Jio-দের

রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) শীঘ্রই দেশে 4G পরিষেবা চালু করতে চলেছে৷ ইতিমধ্যেই তারা...
techgup 20 Aug 2024 8:46 PM IST

রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) শীঘ্রই দেশে 4G পরিষেবা চালু করতে চলেছে৷ ইতিমধ্যেই তারা তাদের সবকটি সার্কেলে ট্রায়ালও সম্পন্ন করেছে বলে জানা গেছে। আর চলতি মাস শেষ হবার আগেই, BSNL "আত্মনির্ভর ভারত উদ্যোগ"-এর অধীনে 15,000 টিরও বেশি 4G সাইট স্থাপন করার কথা জানিয়েছে। উল্লেখ্য, সম্প্রতি BSNL সারা দেশে প্রায় 25,000 4G টাওয়ার স্থাপন করার একটি মাইলফলকও অর্জন করেছে।

দা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস-এর একটি রিপোর্ট অনুসারে BSNL-এর এক সিনিয়র আধিকারিক বলেছেন, টেলিকম সংস্থাটা 2024 সালের অক্টোবরে সকল গ্রাহকদের জন্য বহু প্রতীক্ষিত 4G পরিষেবা চালু করবে। রিপোর্টে আরো উল্লেখ করা হয়েছে যে, BSNL এখনও পর্যন্ত ভারত জুড়ে প্রায় 25,000 4G টাওয়ার স্থাপন করেছে, পাশাপাশি সংস্থাটির 4G ট্রায়ালের ফলাফলও বেশ সন্তোষজনক। তাই টেলকোটি আশা করছে তারা অক্টোবরের মধ্যেই এই কাজ সম্পন্ন করতে পারবে। উল্লেখ্য, ইতিমধ্যেই রাষ্ট্রীয় সংস্থাটি ব্যবহারকারীদের বর্তমান সিমটিকে 4G সিমে আপগ্রেড করতে উৎসাহিত করা শুরু করেছে, যাতে তারা কোন বাধা ছাড়াই আগামী দিনে BSNL-এর 4G পরিষেবা উপভোগ করতে পারে৷

রিপোর্ট অনুসারে ওই ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, যদিও তারা এখন সম্পূর্ণ ভাবে 4G রোলআউট করতে প্রস্তুত, তবে বাণিজ্যিক ভাবে 4G চালু করার আগে তারা আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকটি 4G পরিষেবার ট্রায়ালও পরিচালনা করবে।

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই Bharti Airtel এবং Jio-র মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলি 5G পরিষেবা চালু করেছে। আর Vodafone Idea তাদের 4G নেটওয়ার্কের দুর্বলতাগুলি ঠিক করার কাজ করে চলেছে। আর সেখানে BSNL কয়েকটি এলাকা বাদ দিয়ে বেশিরভাগ অঞ্চলে এখনো 2G এবং 3G পরিষেবা অফার করছে। তবে, টাটা গোষ্ঠীর নেতৃত্বাধীন একটি কনসার্টিয়াম সহ তেজস নেটওয়ার্ক এবং সরকার সমর্থিত C-DoT দেশে দ্রুত 4G পরিষেবা রোলআউটের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং প্রযুক্তি সরবরাহ করছে।

এছাড়াও, BSNL দেশীয় ভাবে তৈরি প্রযুক্তি ব্যবহার করে প্রায় 800,000 গ্রাহকদের অনবোর্ডিং পাইলট 4G পরিষেবাও প্রদান করা শুরু করেছিল। আর, বর্তমানে BSNL ভারত জুড়ে 4G এবং 5G পরিষেবার জন্য 100,000 টাওয়ার স্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে। সংস্থাটি আশা করছে যে, খুব শীঘ্রই তারা এই লক্ষ্য সম্পূর্ণ করার মাইলফলকও স্পর্শ করতে পারবে।

Show Full Article
Next Story