রোজ মাত্র 3 টাকা খরচে 2GB ডেটা, 300 দিনের ভ্যালিডিটি! Jio, Airtel ভুলে রিচার্জ করুন এই প্ল্যান

আপনি কি বারবার রিচার্জের ঝামেলা এড়িয়ে দীর্ঘ সময়ের জন্য মোবাইল পরিষেবা পেতে চান? এদিকে আপনার বাজেট টাইট? চিন্তার প্রয়োজন...
Anwesha Nandi 22 Dec 2023 4:51 PM IST

আপনি কি বারবার রিচার্জের ঝামেলা এড়িয়ে দীর্ঘ সময়ের জন্য মোবাইল পরিষেবা পেতে চান? এদিকে আপনার বাজেট টাইট? চিন্তার প্রয়োজন নেই, এই প্রতিবেদনেই আপনি পাবেন সমাধান! আসলে আজ আমরা এমন একটি অনন্য প্রিপেইড প্ল্যানের কথা বলব, যাতে প্রতিদিন গড়ে ২.৬৫ টাকা খরচ করে ৩০০ দিনের সম্পূর্ণ বৈধতা পাওয়া যাবে। না, এই প্ল্যান আপনি Jio বা Airtel-এর মতো বড় টেলিকম সংস্থাগুলির পোর্টফোলিওতে খুঁজে পাবেননা, কারণ আলোচ্য প্ল্যানটি Bharat Sanchar Nigam Limited অর্থাৎ BSNL-এর। রাষ্ট্রায়ত্ত এই কোম্পানিটি বহুদিন ধরে ৭৯৭ টাকার একটি প্রিপেইড প্ল্যান অফার করে চলেছে, যাতে ৩০০ দিনের বৈধতা পাওয়া যায়। তাই আপনি যদি BSNL-এর সিম সেকেন্ডারি কানেকশন হিসাবে ব্যবহার করেন এবং এটি সক্রিয় রাখতে বিপুল পরিমাণ খরচ করতে না চান, তাহলে এই প্ল্যানটি কাজে লাগাতে পারেন। চলুন, এখন ৭৯৭ টাকার BSNL প্ল্যান সম্পর্কে বিশদ জেনে নেওয়া যাক…

BSNL-এর ৭৯৭ টাকার প্ল্যানে কী সুবিধা পাবেন?

আলোচ্য বিএসএনএল প্ল্যানের আগে বৈধতা ছিল ৩৬৫ দিন অর্থাৎ পুরো এক বছর, যা কোম্পানি কমিয়ে ৩০০ দিনে এনেছে। যদিও প্ল্যানে উপলব্ধ অন্যান্য বেসিক সুবিধাগুলিতে কোম্পানি কোনো পরিবর্তন করেনি। ফলত রিচার্জের প্রথম ৬০ দিনের জন্য এতে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ২ জিবি ডেটা এবং রোজ ১০০টি করে এসএমএস পাওয়া যাবে।

একবার উল্লিখিত লিমিট শেষ হয়ে গেলে সিম কার্ডটি অবশিষ্ট ২৪০ দিনের জন্য সক্রিয় থাকবে, যদিও আপনি এর মাধ্যমে কোনো ফ্রি বেনিফিট পাবেননা। প্রয়োজনে ডেটা বা ভয়েস কলিংয়ের সুবিধা পেতে আপনাকে আলাদাভাবে রিচার্জ করতে হবে।

এবার আপনি বিচার-বিবেচনা করে বলতেই পারেন যে, তাহলে আর প্ল্যানটিতে লাভ এমন কী? সেক্ষেত্রে বলি, এই প্ল্যানটি শুধুমাত্র সিম সক্রিয় রাখার জন্য একটি ভাল বিকল্প – তাও আবার গড় ২.৬৫ টাকার দৈনিক খরচে।

Show Full Article
Next Story