BSNL 4G Site

৪জি পরিষেবা চালুর আরও কাছে বিএসএনএল, ৫০ হাজার ৪জি সাইট তৈরির কাজ শেষ

BSNL 4G Site - টেলিকমটক এর রিপোর্ট অনুযায়ী, আজ বিএসএনএল ৫০,০০০ ৪জি সাইট ইনস্টলের মাইলফলক স্পর্শ করল। এরমধ্যে ৪১,০০০ সাইট নতুন‌ করে ইনস্টল করা হয়েছে।

Puja Mondal 31 Oct 2024 7:21 PM IST

ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL) এই আগামী বছর থেকে ৪জি পরিষেবা দেবে বলে ইতিমধ্যেই নিশ্চিত করেছে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এছাড়া তিনি কিছুদিন আগে জানিয়েছিলেন যে, সরকার মালিকানাধীন টেলিকম সংস্থাটি এখনও পর্যন্ত ৩৯,০০০ ৪জি সাইট ইনস্টল করে ফেলেছে। তবে টেলিকমটক এর রিপোর্ট অনুযায়ী, আজ বিএসএনএল ৫০,০০০ ৪জি সাইট ইনস্টলের মাইলফলক স্পর্শ করল। এরমধ্যে ৪১,০০০ সাইট নতুন‌ করে ইনস্টল করা হয়েছে।

উল্লেখ্য, বিএসএনএল এর লক্ষ্য মোট ১,০০,০০০ ৪জি সাইট তৈরি করা। যারপর দেশজুড়ে ৪জি পরিষেবা দেওয়া যাবে। ৫০,০০০ সাইট তৈরি করার অর্থ অর্ধেক লক্ষ্যমাত্রায় পৌঁছে গেছে সরকারি টেলিকম সংস্থাটি। গত তিন মাসে তারা ২৫,০০০ সাইট তৈরি করেছে বলে রিপোর্টে জানানো হয়েছে। এই হিসেবে আর ৫০,০০০ সাইট তৈরি করতে বিএসএনএল এর আর ৬ মাস লাগার কথা। তবে মনে রাখবেন সাইট ইনস্টল করা তাকে কাজে লাগানো দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। সুতরাং বিএসএনএল যদি ৬ মাসের মধ্যে আরও ৫০,০০০ ৪জি সাইট ইনস্টল করেও ফেলে, তাহলেও নিশ্চিতভাবে বলা যাবে না যে তাদের ৪জি পরিষেবা ৬ মাস পরে চালু হয়ে যাবে।

এর আগে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছিলেন যে, বিএসএনএল আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জুনের মধ্যে ১,০০,০০০ ৪জি সাইট তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়েছে। সুতরাং আমরা আশা করতে পারি যে, সংস্থাটি এর আগেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যাবে। আর এর কিছু মাসের মধ্যে অর্থাৎ ২০২৫ শেষ হওয়ার আগেই ৪জি পরিষেবা চালু করবে।

যদিও ১,০০,০০০ ৪জি সাইট তৈরি করলেও সারা দেশে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা দিতে ব্যর্থ হবে বিএসএনএল। এমনকি ৭০০ মেগাহার্টজ ব্যান্ড ব্যবহার করলেও সম্ভব নয়।তবে পরিষেবা চালু করতে সমর্থ হবে বিএসএনএল। এরপর ধীরে ধীরে আরও ৪জি সাইট তৈরি করতে হবে। উল্লেখ্য, বিএসএনএল এই সাইটগুলি আপগ্রেড করে ৫জি পরিষেবাও দেবে বলে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এর আগে নিশ্চিত করেছিলেন। সংস্থার এই সাইটগুলি তৈরিতে সাহায্য করছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস।

Show Full Article
Next Story